শুভজিৎ মিত্র,কলকাতাঃ
দৈনন্দিন জীবনে গুগলের ক্রোম ব্রাউজারকে ব্যবহার করেন না,এরকম স্মার্টফোন ব্যবহারকারী ভারতীয় প্রায় নেই বললেই চলে।এবার সাম্প্রতিককালে,একটি রিপোর্টে থেকে জানা যাচ্ছে,সেই ক্রোমেই এখন লুকিয়ে হ্যাকিংয়ের ফাঁদ! ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার এই বিষয়ে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছেন।
ক্রোমে লুকিয়ে নয়া বিপদ!
লিনাক্স হোক বা উইন্ডোজ় কিংবা ম্যাক, ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে বা তথ্য অনুসন্ধানের ক্ষেত্রে বড় অংশের মানুষ বিভিন্ন ওয়েব ব্রাউজ়ার ব্যবহার করেন। সেখানে এখনও নিজের জায়গা ধরে রেখেছে গুগ্ল ক্রোম।আর এই গুগ্ল ক্রোমের পুরনো সংস্করণের নিরাপত্তায় বেশ কিছু ত্রুটি রয়েছে। এর সাহায্যে সাইবার অপরাধীরা তথ্য হাতিয়ে নিচ্ছে অজান্তেই।অর্থ্যাৎ,এই ত্রুটিগুলিকে কাজে লাগিয়েই জালিয়াতেরা অনায়াসে যে কোনও ব্যক্তির ল্যাপটপ,স্মার্টফোন বা কম্পিউটারে হানা দিতে পারে।তাও ক্রোম ব্যবহারকারীদের আজান্তেই,সব তথ্য বেহাত হয়ে যাবার আশঙ্কা!
আরও পড়ুনঃ মহাকাশে নয়, বরং মহাকাশযানের ‘শ্মশান’ পৃথিবীর বুকেই! ‘পয়েন্ট নিমো’
সিইআরটি-এর প্রতিবেদন
উইন্ডোজ়, ম্যাক ও লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের সতর্ক করে উপদেশনামা(অ্যাডভাইসরি)জারি করেছে,’কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম’ বা সিইআরটি।
সিইআরটি জানিয়েছে,গুগল ক্রোমের অষ্টম সংস্করণের মধ্যে বিশেষ কিছু ত্রুটি রয়েছে। এই ত্রুটিগুলিকে কাজে লাগিয়ে জালিয়াতেরা অনায়াসে যে কোনও ব্যক্তির বা সংস্থার ল্যাপটপ, ফোন বা কম্পিউটারে হানা দিতে পারে।
গত ৩০ই অক্টোবর সিইআরটির সাম্প্রতিকতম প্রতিবেদনে গুগ্ল ক্রোমের একাধিক দুর্বলতার কথা উল্লেখ করা হয়েছে।সিইআরটি-র তরফে সতর্ক করে বলা হয়েছে,ভারতের লক্ষ লক্ষ ব্যবহারকারীকে।গুগ্লের এই জনপ্রিয় ওয়েব ব্রাউজ়ারের নিরাপত্তার ক্ষেত্রে একাধিক ফাঁকফোকর খুঁজে পেয়েছে ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন সিইআরটি।
কীভাবে অপরাধ সংঘটিত হতে পারে?
ফাঁক গলে দূরে বসে থাকা হ্যাকার ক্রোম ব্যবহারকারীকে একটি বিশেষ ওয়েব পেজে ঢুকতে বাধ্য করতে পারেন। এর ফলে সমস্ত ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে সক্ষম হবে সাইবার জালিয়াতেরা। শুধু তাঁদের ব্রাউজ়িং হিস্ট্রি নয়, তাদের ব্যক্তিগত তথ্য থেকে শুরু করে মেডিক্যাল রেকর্ড, ক্রেডিট কার্ডের তথ্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে নিতে পারে হ্যাকারেরা।
নিরাপত্তার ফাঁকফোকরগুলিকে কাজে লাগিয়ে হ্যাকাররা প্রথমে বিশেষ ভাবে তৈরি একটি অনুরোধ পাঠায় সিস্টেমে। গুগ্ল ক্রোমের যে একাধিক দুর্বলতা প্রকাশ্যে এসেছে, তাতে বলা হয়েছে দূরে বসে থাকা সাইবার অপরাধীরা ইচ্ছামতো কোড কার্যকর করতে সক্ষম।
জালিয়াতেরা সেই কোডের সাহায্যে সিস্টেম নিয়ে যা খুশি করতে পারে ও সমস্যা তৈরি করতে পারে বলে সরকারের তরফে সতর্ক করা হয়েছে। সিস্টেমের উপর পুরো নিয়ন্ত্রণ পেয়ে যাবে হ্যাকারদের দল।
এই গলদের ফলে সিস্টেমের নিরাপত্তা বিধিনিষেধ এড়িয়ে রিমোটেই স্পুফিং বা নজরদারি চালাতে সক্ষম হবে হ্যাকারেরা। ক্রোমের সিস্টেমে সংবেদনশীল তথ্য প্রকাশ করার অনুমতি পেয়ে যেতে পারে সাইবার জালিয়াতেরা।
আরও পড়ুনঃ আজ রাস পূর্ণিমা; ব্যবসায় বাজিমাত করবে এই চার রাশি
সিইআরটি-এর কাজ
সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য নিরাপদে রাখতে ইন্টারনেটের উপর নিয়মিত নজরদারি চালায় সিইআরটি। কেন্দ্রীয় এই সংস্থাটির কাজ হল ইন্টারনেটে কোনও ত্রুটি বা ম্যালঅয়্যারের সন্ধান পেলে, সেই বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা। মানুষের ব্যক্তিগত তথ্য নিরাপদে রাখতে ইন্টারনেটের উপর নিয়মিত নজরদারি চালায় সিইআরটি। কেন্দ্রীয় এই সংস্থাটির কাজ হল ইন্টারনেটে কোনও ত্রুটি বা ম্যালঅয়্যারের সন্ধান পেলে, সেই বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা।
সিইআরটি-র পরামর্শ
এবার সবচেয়ে বড় প্রশ্ন হল,কী করে নিজেদের সিস্টেমকে হ্যাকারদের হাত থেকে নিরাপদে রাখা যাই?সেই বিষয়ে উপায় বাতলেছে কেন্দ্রীয় সংস্থাটি।সংস্থা জানিয়েছে, উইন্ডোজ় অপারেটিং সিস্টেমে ব্যবহৃত ক্রোম ১৪২.০.৭৪৪৪.৫৯/৬০-এর আগের সংস্করণ ব্যবহার করলে তা বিপদের আশঙ্কা বাড়িয়ে তুলতে পারে।
লিনাক্স অপারেটিং সিস্টেমে ব্যবহৃত ক্রোমের ১৪২.০.৭৪৪৪.৫৯-এর পূর্ববর্তী সংস্করণ সবচেয়ে ঝুঁকির মুখে রয়েছে। ম্যাকের জন্য ১৪২.০.৭৪৪৪.৬০-এর আগের সংস্করণ ব্যবহার করলে তা বিপদ ডেকে আনতে পারে।
কেন্দ্রীয় সংস্থাটি জানিয়েছে, ক্রোম ব্যবহারকারীদের অবিলম্বে ব্রাউজ়ারটি আপডেট করতে হবে। যাঁরা পুরনো ডেস্কটপ ব্যবহার করেন, তাঁদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। অ্যান্ড্রয়েড, আইপ্যাড এবং ম্যাক অপারেটিং সিস্টেম রয়েছে এমন ডিভাইসগুলির ক্ষেত্রে একই পন্থা অবলম্বন করতে হবে, পরামর্শ সিইআরটির।
এখন সিইআরটি-র পরামর্শ অনুযায়ী কবে গুগল ক্রোমে থাকা ত্রুটি নিরাময় করে,আবার আগের মতো ইউজারদের তথ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারে,সেইটাই দেখার।যতদিন না হচ্ছে সকলের জন্য দুশ্চিন্তা থেকেই গেল।



