Wednesday, 5 November, 2025
5 November
HomeকলকাতাCalcutta University: ফিরছেন শান্তা! ‘অ্যাডজাঙ্কট প্রফেসর’ হয়ে, বিনা পারিশ্রমিকেই দায়িত্ব পালন

Calcutta University: ফিরছেন শান্তা! ‘অ্যাডজাঙ্কট প্রফেসর’ হয়ে, বিনা পারিশ্রমিকেই দায়িত্ব পালন

কলকাতা বিশ্ববিদ্যালয়ে ফিরছেন শান্তা দত্ত দে। জানিয়েছেন, পড়ুয়াদের স্বার্থে বিনা পারিশ্রমিকেই এই দায়িত্ব পালন করবেন তিনি।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কলকাতা বিশ্ববিদ্যালয়ে ‘অ্যাডজাঙ্কট প্রফেসর’ হয়ে ফিরছেন শান্তা দত্ত।

আরও পড়ুনঃ ‘নিউটাউনে হঠাৎ করে সকালবেলা কাজের লোকেরা নেই’, এরা গেল কোথায় সব!

অন্তর্বর্তী উপাচার্য হিসেবে দায়িত্ব শেষ হওয়ার পর এবার অ্যাডজাঙ্কট প্রফেসর (কার্যত অতিথি অধ্যাপক) হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ফিরছেন শান্তা দত্ত দেজানিয়েছেন, পড়ুয়াদের স্বার্থে বিনা পারিশ্রমিকেই এই দায়িত্ব পালন করবেন তিনি

অধ্যাপক হিসেবে অবসর নেওয়ার পর অন্তর্বর্তী উপাচার্য হিসেবেও তিনি কোনও পারিশ্রমিক নেননি। সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ের আলিপুর ক্যাম্পাসে (বিহারীলাল কলেজ ফর হোম অ্যান্ড সোশ্যাল সায়েন্স হিসেবে পরিচিত) ক্লাস নিতে দেখা যেতে পারে তাঁকে

আরও পড়ুনঃ ভারতীয় বংশোদ্ভূত  ‘কমিউনিস্ট’ প্রার্থী মামদানিকেই মেয়র হিসাবে বাছলেন নিউ ইয়র্কবাসী; চোখরাঙানিই সার ট্রাম্পের

শুক্রবার কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েছেন অধ্যাপক আশুতোষ ঘোষ। এর মাধ্যমে অধ্যাপক শান্তা দত্তর বহু আলোচিত এবং বিতর্কিত কার্যকাল শেষ হয়েছে। ২০২৪ সালেই তাঁকে অ্যাডজাঙ্কট প্রফেসর করার বিষয়ে বিভাগ থেকে প্রস্তাব গিয়েছিল।

শান্তাদেবী বলেন, ‘সিন্ডিকেটে সেই প্রস্তাব পাশ হয়। রেজিস্ট্রার সেই নিয়োগপত্র তৈরিও করে রেখেছিলেন। আমি উপাচার্য থাকায় সেই দায়িত্ব নিতে পারিনি। পরশু সেই দায়িত্ব শেষ হওয়ার পর রেজিস্ট্রারের সঙ্গে কথা বলে নিয়োগপত্র নিয়েছি। সোমবার থেকে ক্লাস নেব। আমার বিভাগও (ফুড অ্যান্ড নিউট্রিশন) এতে খুব খুশি।’ তবে শান্তাদেবীর বিরোধী পক্ষের দাবি, বিভাগীয় বৈঠক ছাড়াই এই প্রস্তাব সিন্ডিকেটে গিয়েছিল। বিভাগের এক অধ্যাপক জানান, এনিয়ে বিভাগে কোনও বৈঠক হয়নি। এ বিষয়ে শান্তাদেবীর বক্তব্য, ‘বিভাগীয় বৈঠক হয়নি ঠিকই। তবে ফুড অ্যান্ড নিউট্রিশনের শিক্ষকরা এতে সই করেছিলেন।

এই মুহূর্তে

আরও পড়ুন