কালো রঙের বিলাসবহুল ল্যাম্বরগিনিটি যিনি পরিষ্কার করছেন, তাঁকে ক্রিকেট দুনিয়া জানে হার্দিক পাণ্ডিয়া নামে। সেই কাজে তাঁর সঙ্গিনীর নামও এখন অনেকে জানেন।
আরও পড়ুনঃ কার্তিক পূর্ণিমায় পালিত হয় গুরু নানক জয়ন্তী, কেন?
হার্দিকের সূত্রেই তাঁর নতুন প্রেমিকা মাহিকা শর্মার নামও বেশ চর্চায়। কিন্তু চুমু খেতে খেতেও যে গাড়ি পরিষ্কার করা যায়, তা কি জানতেন? আর শুধু গাড়ি পরিষ্কারের সময় রোম্যান্স নয়, তাঁদের জলকেলির ছবিও ভাইরাল।
ঠিক কী চলছে এই মুহূর্তে হার্দিকের জীবনে? চোটের জন্য ক্রিকেট নেই। বাকি যা রয়েছে, তাতে নেটিজেনদের বক্তব্য, ‘এই তো জীবন।’ সম্প্রতি হার্দিক ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি আপলোড করেছেন। কখনও তিনি পোষ্য কুকুরটির সঙ্গে খেলছেন, কখনও খাওয়াদাওয়া করছেন, কখনও কঠোর অনুশীলনে মাঠে ফেরার প্রস্তুতিতে ডুবে। এর বাইরে ছেলে অগ্যস্তর সঙ্গে ছবি রয়েছে। মেয়েদের বিশ্বকাপের ম্যাচও দেখেছেন।
আরও পড়ুনঃ ‘নিউটাউনে হঠাৎ করে সকালবেলা কাজের লোকেরা নেই’, এরা গেল কোথায় সব!
আর আছে মাহিকার সঙ্গে বেশ কিছু রোম্যান্টিক মুহূর্ত। গাড়ি ধোওয়ার সময়ে সঙ্গী মাহিকা জল ছিটিয়ে খুনসুটি করছেন। আবার হার্দিকের সঙ্গে চুমুও খাচ্ছেন। নিজের ওয়ালপেপারের একটি ছবি আপলোড করেছেন জাতীয় দলের অলরাউন্ডার। ঘড়িতে সময় ১১টা ১১। আর সেই ছবিতে নীল জলে দুজনে খুব কাছাকাছি। একে-অপরের চোখে ডুবে! হার্দিক যে নতুন জীবনসঙ্গিনী খুঁজে পেয়েছেন, তা নিশ্চিত করে বলে দেওয়াই যায়। আর সেটা জনসমক্ষে জানাতে কসুরও করছেন না।
নাতাশা স্টানকোভিচ বহুদিনই অতীত। মাঝে একাধিক সম্পর্কে জড়িয়েছেন হার্দিক পাণ্ডিয়া। তবে কোনও সম্পর্কের ক্ষেত্রে সেভাবে শিলমোহর দেননি। কিন্তু মাহিকা শর্মার সঙ্গে প্রেমকাহিনি নিয়ে একেবারে খোলামেলা ভারতীয় দলের অলরাউন্ডার। হার্দিকের জন্মদিনেই সমুদ্রসৈকতে দু’জনে একসঙ্গে দাঁড়িয়ে রোমান্টিক ছবি পোস্ট করেন। মাঠে না থাকলেও, হার্দিকের মাঠের বাইরের জীবন নিয়ে চর্চা অব্যাহত।





