আওয়ামী লিগের ডাকা লকডাউন কর্মসূচি শুরুর আগে থেকেই বাংলাদেশ জুড়ে অশান্তি বাসে দোকানে, অফিসে আগুন দেওয়া এবং ভাঙচুর ও অবরোধের ঘটনা শুরু হয়েছে। লকডাউন কর্মসূচি ঢাকার মধ্যে সীমাবদ্ধ থাকলেও অশান্তির ঘটনা ঘটেছে গোটা দেশজুড়ে। পুলিশ বলছে আওয়ামী লিগের নেতাকর্মীরা এইসব নাশকতার সঙ্গে যুক্ত। অন্যদিকে আওয়ামী লিগ নেতার নেতৃত্বের দাবি, মানুষ স্বতঃস্ফূর্তভাবে লকডাউনে অংশ নিচ্ছেন। অন্তর্বর্তী সরকারের উপর মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে অশান্তির ঘটনাগুলিতে। এর সঙ্গে আওয়ামী লিগের কোনও সম্পর্ক নেই।
তবে দলের কর্মসূচি অনুযায়ী ঢাকাকে অবরুদ্ধ করতে বিভিন্ন জেলা শহরে আওয়ামী লিগ পথ অবরোধ করেছে। সবচেয়ে বড় অবরোধ হয়েছে পদ্মা সেতুতে। এর ফলে বাংলাদেশের দক্ষিণবঙ্গের কুড়িটি জেলার সঙ্গে রাজধানীর ঢাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। পদ্মা সেতুর দুই প্রান্তে সংশ্লিষ্ট রাস্তায় একাধিক জায়গায় অবরোধ চলছে। পুলিশ সেনাবাহিনী বল প্রয়োগের চেষ্টা করলেও অবরোধকারীরা সরেনি। সেখানে পরিস্থিতি উত্তপ্ত। সংঘাতের সম্ভাবনা এগিয়ে দেওয়া যাচ্ছে না। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও পথঘাট অনেকটাই ফাঁকা, লোকজন বাড়ি থেকে বেরিয়েছেন কম। সরকারি পরিবহনে যাত্রী অন্যদিনের তুলনায় অনেকটাই কমে গিয়েছে। প্রতিদিন দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে যে কয়েক লাখ মানুষ ঢাকায় আসেন বৃহস্পতিবার তারা বেশির ভাগই বাড়ি থেকে বের হননি।
আরও পড়ুনঃ হাসিনার মুখ বন্ধ করতে দিল্লিকে চাপ ঢাকার
রাস্তা অবরোধ চলছে গোটা বাংলাদেশ জুড়েই। চট্টগ্রাম-খাগড়াছড়ি রোডের হাটহাজারী উপজেলার বড়দিঘীর পাড় এলাকায় যুব লিগ রাস্তা অবরোধ করে রেখেছে। খাগড়াছড়ি জেলা যুব লিগের উদ্যোগে ধলই ফরহাবাদ এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ চলছে।
ঢাকা লকডাউন সফল করার লক্ষ্যে বনানী থানার ২০ নম্বর ওয়ার্ড আওয়ামী লিগের নেতা-কর্মীদের উদ্যোগে রাজধানীর বনানীতে আগুন জ্বালিয়ে অবরোধ কর্মসূচি চলমান। অবরোধ চলছে নরসিংদীর পাঁচদোনা মোড়ে ঢাকা-সিলেট মহাসড়কে। রাজধানীর হাতিরঝিল পাগলা বাজার মোড়ে জামায়াত ই ইসলামির সেক্রেটারির বাড়ির সামনে বুধবার বেশি রাতে ককটেল বিস্ফোরণ হয়। মিরপুর ১২ নম্বরে পুরাতন পল্লবী থানার সামনে ঈদগাহ মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ও এনসিপির যৌথ আয়োজনে জুলাই অগস্টের ভিডিও প্রামাণ্যচিত্র প্রদর্শনীতে ককটেল হামলার পর আয়োজন বানচাল করা হয়েছে।
চট্টগ্রাম-ঢাকা রেলপথে একাধিক জায়গায় আগুন দেওয়ার ফলে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটছে বলে জানা গিয়েছে। টঙ্গী রেল লাইনে টায়ার জালানোর পরে ট্রেন চলাচল স্থগিত।
আজ বৃহস্পতিবার বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল আওয়ামী লিগের সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সাজার দিন তারিখ ঘোষণা করবে। প্রতিবাদে ঢাকায় লকডাউন সফল করতে বাংলাদেশের বিভিন্ন জেলায় পথে নেমেছে দল। তথাকথিত ক্যাঙারু কোর্টে বিচারের নামে প্রহসন বন্ধের দাবিতে ও ঢাকা লকডাউন সফল করার লক্ষ্যে লক্ষ্মীপুর জেলা যুব লিগের যুব সংগঠক চৌধুরী মাহমুদুন্নবী সোহেলের উদ্যোগে ঢাকা রায়পুর মহাসড়ক অবরোধ চলছে।
বরিশালের কুয়াকাটা পৌর বাসস্ট্যান্ডের সামনে পর্যটন এলাকায় টায়ার জ্বালিয়ে অবরোধ করেছে সাধারণ মানুষ। লকডাউন সফল করার লক্ষ্যে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লিগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, সাবেক ছাত্রনেতা এহতেশামুল হাসান ভূঁইয়া রুমির উদ্যোগে রাতে চট্টগ্রাম ভায়া কুমিল্লা-সিলেট মহাসড়কের বুড়িচং -ব্রাহ্মণবাড়া অংশে অবরোধ করে বিক্ষোভ মিছিল হয়।
আরও পড়ুনঃ কৃষ্ণা নবমীতে ইন্দ্র যোগের কামাল, লটারি জিততে পারে এই চার রাশি
কক্সবাজার চট্টগ্রাম মহা সড়কে বাংলাবাজার এলাকায় আগুন জ্বালিয়ে কর্মসূচি পালন করছে বিক্ষুব্ধ জনতা। কিশোরগঞ্জ জেলা যুব লিগের সংগঠক ও জেলা ছাত্র লিগের সাবেক সভাপতি লিমন ঢালির উদ্যোগে ও কটিয়াদি উপজেলা যুব লিগ নেতা রাজীবেরর নেতৃত্বে ঢাকা কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ চলছে।
বরগুনা সার্কিট হাউজের সামনে জুলাই স্মৃতি স্তম্ভে হামলা হয় বুধবার গভীর রাতে। বরগুনার জেলা ছাত্র লিগের সভাপতি রেজার নেতৃত্বে এই হামলা হয় বলে পুলিশ জানিয়েছে।









