বোর্ডিংয়ের জন্য অ্যানাউন্স চলছে। সেই সময় লাইনে দাঁড়িয়ে সকলে। প্রত্যেকেরই গন্তব্য রাজস্থান। সেই রকমই লাইনে দাঁড়িয়েছিলেন শচীন কুমার মিনার। হঠাৎ শুরু হল বুকে প্রবল ব্যথা। সময় দিলেন না একটুও।
আরও পড়ুনঃ ‘ইউনূস আমাকে কী ফাঁসি দিবে? আমি অরে ফাঁসি দিব!’ বলে দিয়েছেন হাসিনা, অনুগামীদের দাবি তেমনই
বিমানবন্দরের কর্মীদের বলতে না বলতেই আচমকা অজ্ঞান হয়ে পড়লেন। আর তারপরই মৃত্যু। চোখের সামনে এভাবে তরতাজা প্রাণ চলে যেতে দেখে কার্যত শিউরে উঠছেন অনেকেই। আজ এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে কলকাতা বিমানবন্দরে।
বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, ওই যাত্রী নাম শচীন কুমার মিনার (২৭)। তাঁর গন্তব্য ছিল রাজস্থান। এ দিন, প্রথমে তিনি আগরতলা থেকে কলকাতা বিমানবন্দরে আসেন, তারপর রাজস্থান যাবেন বলে প্রস্তুতি নিচ্ছিলেন।
আরও পড়ুনঃ টিভি চ্যানেলগুলিকে সংবেদনশীল কনটেন্ট প্রচারে নিয়ন্ত্রণের কেন্দ্রীয় নির্দেশ
জানা গিয়েছে, তিনি বিমান ৬ই ৪৯১ আগরতলা থেকে কলকাতায় এসে পৌঁছেছিলেন দুপুর ১টা বেজে ৫১ মিনিট নাগাদ। এরপরই ট্রানজিট করে জয়পুরগামী ইন্ডিগোর বিমান ৬ ই ৬৪২৬ বোডিং এর জন্য গেট নম্বার ১৪ এ দাঁড়িয়ে ছিলেন।
বোর্ডিং এর জন্য ঘোষণা চলছিল সংশ্লিষ্ট এয়ারলাইনের তরফে। এরপর হঠাৎ তখনই করে পেটে এবং বুকে ব্যথা অনুভব করেন তিনি। ব্য়থাটা এতটাই বেশি ছিল আর দাঁড়িয়ে থাকতে পারছিলেন না। এরপর তিনি সংশ্লিষ্ট বিমান কর্মীদের কাছে বলেন তাঁর অসুস্থতার কথা। পরে তাঁকে বিমানবন্দরের শৌচালয়ের কাছে ধরে ধরে নিয়ে যাওয়া হয়। কিন্তু শৌচালয় পর্যন্ত যাওয়ার আগেই আচমকা সংজ্ঞাহীন হয়ে পড়েন তিনি। দ্রুতদার সঙ্গে বিমানবন্দরে নিযুক্ত ডাক্তাররা আসেন। তাঁকে স্থানান্তর করা হয় ভিআইপি রোডের ধারে বেসরকারি হাসপাতালে। সেখানে ডাক্তারেরা মৃত বলে ঘোষণা করে।









