উত্তাল বাংলাদেশে আরও অস্বস্তি বাড়ল মহম্মদ ইউনূসের। একদিকে যেখানে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি শিকেয় পৌঁছেছে, সেখানেই সরকার সামলানোর দায়িত্ব যাদের দিয়েছিলেন, তারাও পদ ছাড়তে শুরু করেছেন।
আরও পড়ুনঃ বেলা বারোটা ফিরছেন তারেক; বিএনপি কি ভারতপন্থী হচ্ছে? খালেদা পুত্রের ভাষণে বড় খবরের অপেক্ষা
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদ থেকে ইস্তফা দিলেন খোদা বকশ চৌধুরী। তাঁর পদত্যাগ গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। তবে কী কারণে তিনি ইস্তফা দিলেন হঠাৎ, তা কারোর কাছে স্পষ্ট নয়।
বুধবার রাতে বিবৃতি দিয়ে খোদা বকশ চৌধুরীর ইস্তফার কথা জানানো হয়। বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নির্বাহী ক্ষমতা অনুশীলনের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন।
আরও পড়ুনঃ বড়দিনেই হাসি ফুটবে পর্যটকদের মুখে! গ্লেনারিস খোলার নির্দেশ কলকাতা হাই কোর্টের
স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও শিক্ষা উপদেষ্টাদের সহযোগিতার জন্য তিনজনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস। পুলিশের প্রাক্তন আইজিপি খোদা বকশ চৌধুরী পেয়েছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর দায়িত্ব। স্বাস্থ্যের দায়িত্ব দেওয়া হয় শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সায়েদুর রহমান এবং শিক্ষার দায়িত্ব দেওয়া হয় অধ্যাপক এম আমিনুল ইসলামকে। কয়েক মাস আগেই আমিনুল ইসলাম পদত্য়াগ করেছেন। এবার পদত্যাগ করলেন খোদা বকশ চৌধুরীও।
ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে ইউনূস সরকারকে ২৪ ঘণ্টার ডেডলাইন দিয়েছিল ইনকিলাব মঞ্চ। যদি অভিযুক্তদের ধরা না হয়, তাহলে পদত্যাগের দাবি করা হয়েছিল। সেই কারণেই তিনি ইস্তফা দিলেন কি না, তা এখনও স্পষ্ট নয়। আগামী ফেব্রুয়ারি মাসের ১২ তারিখ বাংলাদেশে জাতীয় নির্বাচন।









