spot_img
Thursday, 15 January, 2026
15 January
spot_img
Homeআন্তর্জাতিক নিউজThailand: মর্মান্তিক, বীভৎস! চলন্ত ট্রেনের উপর ভেঙে পড়ল ক্রেন, থাইল্যান্ডে ভয়াবহ...

Thailand: মর্মান্তিক, বীভৎস! চলন্ত ট্রেনের উপর ভেঙে পড়ল ক্রেন, থাইল্যান্ডে ভয়াবহ দুর্ঘটনা

দুর্ঘটনায় কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছে, জখম ৩০-এরও বেশি।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

থাইল্যান্ডে ভয়াবহ দুর্ঘটনা ! ব্যাঙ্কক থেকে দেশের উত্তর-পূর্বে যাচ্ছিল যাত্রীবাহী একটি ট্রেন। মাঝপথে থাইল্যান্ডের নাখোন রাচাসিমা প্রদেশে নির্মীয়মাণ হাই-স্পিড রেল প্রকল্পের একটি বিশাল ক্রেন ভেঙে পড়ে চলন্ত ট্রেনের উপর। দুর্ঘটনায় কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছে, জখম ৩০-এরও বেশি। ট্রেনটিতে মোট ১৯৫ জন ছিলেন বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুনঃ রাতভর গান গেয়ে টুসু ঠাকুরকে জাগিয়ে রাখল মহিলা-শিশুরা, বিসর্জন হল আজ সংক্রান্তির ভোরে

ট্রেনটির একটি কামরা লাইনচ্যুত হয়। কিন্তু বিপদ বাড়ে ট্রেনে আগুন ধরে যাওয়ায়। বুধবার সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা থাইল্যান্ডে। চলন্ত ট্রেনের উপর ভেঙে পড়ে একটি কনস্ট্রাকশন ক্রেন।

থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্কক থেকে ২৩০ কিমি দূরে নাখোন রাতচাসিমা প্রদেশের শিখিও জেলায় ঘটেছে এই দুর্ঘটনা। ক্রেনের ধাক্কায় লাইন থেকে ছিটকে পড়ে যাত্রিবাহী ওই ট্রেন। তাতে আগুনও ধরে যায়। ঘটনায় কমপক্ষে মৃত ২২ এবং আহত ৩০ জন যাত্রী। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা ৷

আরও পড়ুনঃ শীতকে উপেক্ষা করেই সাগরসঙ্গমে পুণ্য অর্জনের মহাসমাগম; গঙ্গাসাগরের তটে লাখো লাখো মানুষের ভিড় 

আজ, ১৪ জানুয়ারি সকালে রাজধানী ব্যাঙ্কক থেকে উত্তর-পূর্বে উবন রাতচাথানিতে যাচ্ছিল, সেই সময়ে এই দুর্ঘটনা ঘটে। সকাল ৯টা ৫ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। নাখন রাতচাসিমা প্রদেশের পুলিশ প্রধান জানিয়েছেন, দুর্ঘটনায় কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছে। আহত আরও কমপক্ষে ৩০ জন।

ব্যাঙ্কক থেকে ২৩০ কিলোমিটার দূরে, বুধবার সকালে শিখিও জেলার নাখন রাতচাসিমা প্রদেশে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে খবর, হাই স্পিড রেল প্রজেক্টের কাজ চলছিল। ক্রেনে করে রেললাইনের নির্মাণসামগ্রী সরানো হচ্ছিল, সেই সময়ে দুর্ঘটনা ঘটে। পাশ থেকে এই ট্রেনটি যখন যাচ্ছিল, তখনই ক্রেন ছিঁড়ে পড়ে এবং ট্রেনের কামরার উপরে পড়ে। একের পর এক কামরা লাইনচ্যুত হয়ে যায়। কয়েকটি কামরায় আগুনও ধরে যায়। যদিও দ্রুত সেই ঈআগুন নেভানো হয়। এখন উদ্ধারকাজ চলছে। কামরার ভিতরে এখনও বহু যাত্রী আটকে রয়েছেন বলেই খবর।

এই মুহূর্তে

আরও পড়ুন