spot_img
Friday, 16 January, 2026
16 January
spot_img
Homeউত্তরবঙ্গJalpaiguri: রাতের অন্ধকারেই ভয়ঙ্কর ঘটনা জলপাইগুড়িতে! বাংলায় হচ্ছেটা কি?

Jalpaiguri: রাতের অন্ধকারেই ভয়ঙ্কর ঘটনা জলপাইগুড়িতে! বাংলায় হচ্ছেটা কি?

বাবা-মায়ের সঙ্গে কলকাতা থেকে দার্জিলিং ঘুরতে গিয়েছিল সে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ

সাধারণত প্রত্যেকের ছোটবেলার আদর-আবদারের জায়গায় হয়ে থাকে ‘মামার বাড়ি’। আর সেই মামার বাড়িতে বেড়াতে এসে লালসার শিকার ১৪ বছরের এক নাবালিকা। ঘটনায় অভিযুক্ত খোদ মামা ও মামি। দুই অভিযুক্তকেই গ্রেফতার করেছে রাজগঞ্জ থানার পুলিশ।

আরও পড়ুনঃ চার বছরে শিশুকে যৌন নির্যাতন! তারকেশ্বরে নারকীয় কাণ্ড

পরিবার সূত্রে জানা গিয়েছে, নাবালিকা কলকাতার বাসিন্দা। কিন্তু তাঁর মায়ের কাকার বাড়ি জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকে। 

বাবা-মায়ের সঙ্গে কলকাতা থেকে দার্জিলিং ঘুরতে গিয়েছিল সে। ফেরার পথে রাজগঞ্জে ওই আত্মীয়ের বাড়িতে যান তাঁরা। শনিবার সকালেই কলকাতায় ফেরার কথা ছিল। কিন্তু শুক্রবার রাতেই ঘটে যায় ওই ভয়াবহ ঘটনা।

আরও পড়ুনঃ রক্ষকই ভক্ষক! দাদুর ‘লালসার’ শিকার চার বছরের নাতনি? গ্রেপ্তার দাদু

পুলিশ সুত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে মামা, মামির সঙ্গে একই ঘরে ঘুমোতে যায় ওই নাবালিকা। ঘুমের মধ্যেই মামা তার ওপর যৌন নির্যাতিত চালায় বলে অভিযোগ। এরপর মামি বিষয়টি জানতে পারে। তারপর মামা ও মামি মিলে ওই নাবালিকাকে চাপ দেয়, যাতে সে নির্যাতনের ঘটনা কাউকে না বলে। নাবালিকাকে রীতিমতো হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। কিন্তু পরের দিন নাবালিকা অসুস্থ হয়ে পড়ার পর সে তার মা-কে সবকিছু খুলে বলে।

এরপর শনিবার রাতে নির্যাতিতার বাবা রাজগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত মামা ও মামিকে পকসো (POCSO) মামলায় গ্রেফতার করে রাজগঞ্জ থানার পুলিশ। অভিযুক্তদের জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হয়। ধৃত মামা ও মামীকে একদিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার তাঁদের তোলা হবে পকসো আদালতে। পুরো ঘটনার তদন্ত করছে রাজগঞ্জ থানার পুলিশ।

 

এই মুহূর্তে

আরও পড়ুন