Wednesday, 15 October, 2025
15 October
Homeদক্ষিণবঙ্গNadia: মদ ভেবে ডেটল! শোরগোল নদিয়ায়

Nadia: মদ ভেবে ডেটল! শোরগোল নদিয়ায়

চিকিৎসকদের মতে, জীবাণুনাশক শরীরে গেলে হজমপ্রণালী সহ অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

অসাবধানতাবশত জীবাণুনাশক তরল পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন ৬০ বছরের এক বৃদ্ধ। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় শোরগোল পড়ল চাকদহ থানার এনায়েতপুর গ্রামে।

আরও পড়ুন: “বিছানায় উঠুক ঝড়”; বর্ষার দিনে কাছাকাছি না এসে পারা যায়!

জানা গেছে, এনায়েতপুর গ্রামের বাসিন্দা ওই বৃদ্ধ একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপান করছিলেন। মদের নেশা কিছুটা কেটে যেতে তিনি আবারও মদ খুঁজতে থাকেন। ঠিক সেই সময় ঘরে রাখা জীবাণুনাশকের বোতলটিকে মদের বোতল ভেবে খানিকটা পান করে ফেলেন।

এরপরেই অসুস্থ বোধ করতে থাকেন ওই বৃদ্ধ। তাঁর বমি শুরু হয়। তারপরেই পরিবারের লোকজন বুঝতে পারেন ভুল করে ফেলেছেন তিনি। তড়িঘড়ি তাঁকে চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের মতে, জীবাণুনাশক শরীরে গেলে হজমপ্রণালী সহ অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে। ভাগ্যক্রমে দ্রুত চিকিৎসা পাওয়ায় আপাতত স্থিতিশীল রয়েছেন তিনি।

আরও পড়ুন: সোরেং-এ ধরা পড়ল পূর্ণবয়স্ক চিতা, স্বস্তিতে স্থানীয়রা

এমন ঘটনায় আবারও সামনে এল সচেতনতার অভাব। ঘরে রাখা যে কোনও রাসায়নিক যেন ভালোভাবে লেবেলযুক্ত থাকে এবং তা যেন শিশু ও প্রবীণদের নাগালের বাইরে রাখা হয়, তা নিয়ে সতর্ক করেন চিকিৎসকরা।

এই মুহূর্তে

আরও পড়ুন