Tuesday, 14 October, 2025
14 October
HomeকলকাতাKolkata: এ কি কাণ্ড! ফোর্ট উইলিয়ামের সামনে গাড়িতে আচমকা আগুন; ব্য়াপক চাঞ্চল্য...

Kolkata: এ কি কাণ্ড! ফোর্ট উইলিয়ামের সামনে গাড়িতে আচমকা আগুন; ব্য়াপক চাঞ্চল্য এলাকায়

চোখের পলকে পুরো গাড়িটিই আগুনের কবলে চলে যায়।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ফোর্ট উইলিয়ামের সামনে গাড়িতে আচমকা আগুন। মুহূর্তেই ব্য়াপক চাঞ্চল্য এলাকায়। পুলিশ সূত্রে খবর, বড়বাজার থেকে বেশ কিছু জিনিস কিনে রাঁচির উদ্দেশ্যে যাচ্ছিল ওই এসইউভি গাড়িটি।

আরও পড়ুনঃ হায় রে, দেখো কাণ্ড! ডিভিসি অফিস ঘেরাও করতে গিয়ে জল ছাড়ার ছবি তুলতে ছুটলেন তৃণমূলকর্মীরা, চেয়ার রইল ফাঁকা

ফোর্ট উইলিয়মের ঠিক উল্টো দিকের রাস্তায় আসতেই আচমকা বনেট থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। দেখা মাত্রই চালক গাড়ি থেকে নেমে পড়েন। চোখের পলকে পুরো গাড়িটিই আগুনের কবলে চলে যায়। দেখা মাত্রই ছুটে আসেন এলাকার কর্তব্যরত ট্র্যাফিক পুলিশরা। তাঁরাই শেষ পর্যন্ত খবর দেন পুলিশে। 

খবর পাওয়ার কিছু সময়ের মধ্যে এলাকায় এসে যায় দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মীদের চেষ্টাতেই শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরো গাড়িতে ছড়িয়ে যাওয়ার আগেই গাড়ি থেকে সমস্ত জিনিস বের করে নেওয়া হয়। ফলে সেগুলির কোনও ক্ষতি হয়নি বলে জানা যাচ্ছে।

আরও পড়ুনঃ যত কাণ্ড উত্তরবঙ্গে! কোচবিহার মহাশ্মশানে নিয়ে যেতেই নাকি নড়ে উঠল দেহ

যে সমস্ত জিনিস নিয়ে যাওয়া হচ্ছিল সেগুলি ঝাড়খণ্ডের এক সরকারি কর্মীর বলে জানা যাচ্ছে। তিনি যদিও এই গাড়িতে সব জিনিস চাপিয়ে নিজে ট্রেনে যাওয়ার জন্য রওনা হয়েছিলেন। মনোজ কুমার নামে ওই ব্যক্তি বলছেন, “আগুন লাগার মুহূর্তে সব জিনিসই বের করে নেওয়া সম্ভব হয়েছে। ফলে সেগুলির কোনও ক্ষতি হয়নি। কিন্তু গাড়িটার ক্ষতি হয়েছে। রাঁচিতে একটা মেলার জন্য নানা রকমের জিনিস যাচ্ছিল। ৯ তারিখ থেকে সেই মেলা চালু হবে। ফলে তার আগে কোনও না কোনওভাবে জিনিসগুলিকে তো নিয়ে যেতেই হবে।”  

যদিও পুলিশ সূত্রে খবর, গাড়িটি হাইকোর্ট সংলগ্ন এলাকা দিয়ে যখন আসছিল তখন একটি বাস এটিকে ওভারটেক করতে যায়। সেখানে ধাক্কাও লাগে। যদিও কিছু সময়ের মধ্যেই ফোর্ট উইলিয়ামের কাছে আসা মাত্রই গাড়িটিতে আগুন লেগে যায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ওই ধাক্কা থেকেই গাড়িটিতে আগুন লেগে গিয়ে থাকতে পারে। 

এই মুহূর্তে

আরও পড়ুন