Wednesday, 30 April, 2025
30 April, 2025
Homeসমস্তChandannagar: ভয়ঙ্কর দুর্ঘটনা! থুতু ফেলতে গিয়ে গুরুতর আহত যাত্রী

Chandannagar: ভয়ঙ্কর দুর্ঘটনা! থুতু ফেলতে গিয়ে গুরুতর আহত যাত্রী

তাঁর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

নিজস্ব সংবাদদাতা, চন্দননগর: মর্মান্তিক এক দুর্ঘটনায় চলন্ত ট্রেনের গেট থেকে মুখ বের করে থুতু ফেলতে গিয়ে সিগন্যাল পোস্টে ধাক্কা খেয়ে গুরুতর আহত হলেন এক যাত্রী। ঘটনাটি ঘটেছে হুগলির চন্দননগরে। মাথায় গুরুতর আঘাত লাগায় ট্রেনের মধ্যেই জ্ঞান হারান ওই ব্যক্তি।

আহত যাত্রীর নাম সেজাবুক রহমান, বাড়ি মুর্শিদাবাদের নবগ্রাম থানার মহুরুল অনন্তপুরে। জানা গিয়েছে, তিনি তিন দিন আগে কলকাতায় এসেছিলেন এবং বীরশিবপুরে রাজমিস্ত্রির কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি যখন চন্দননগর স্টেশনের কাছে আসছিল, তখন সেজাবুকবাবু গেটের কাছে এসে থুতু ফেলার চেষ্টা করেন। সেই সময়ই দ্রুতগতির ট্রেনের ধাক্কায় তিনি সিগন্যাল পোস্টে সজোরে আঘাত পান এবং ট্রেনের ভিতরেই ছিটকে পড়েন।

সঙ্গে সঙ্গেই অন্যান্য যাত্রীরা তাঁকে উদ্ধার করে চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানিয়েছেন, আহত সেজাবুক রহমানের মাথায় সাতটি সেলাই পড়েছে এবং তাঁর অবস্থা আশঙ্কাজনক। ইতিমধ্যেই তাঁর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

এই ঘটনায় চলন্ত ট্রেনে অসতর্কভাবে চলাফেরা করার বিপদ সম্পর্কে আবারও সচেতন হলেন যাত্রীরা।

এই মুহূর্তে

আরও পড়ুন