অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে ভক্তদের ভিড়ে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলা-সহ অন্তত তিন জনের। বুধবার সন্ধ্যার এই দুর্ঘটনায় কয়েক জন জখম হয়েছেন।
ভক্তসংখ্যার নিরিখে তিরুপতি মন্দির দেশের মধ্যে শীর্ষস্থানীয়। পাশাপাশি, সেখানকার ভিড় সামলানোর ব্যবস্থাপনাও বহুল প্রশংসিত। কিন্তু এ বার সেখানেও ভিড়ের জেরে পদপিষ্ট হওয়ার মতো ঘটনা ঘটল। সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, মন্দিরের সামনে ‘বৈকুণ্ঠদ্বার দর্শন’ টিকিটকেন্দ্রের অদূরে বৈরাগী পট্টিতা পার্কে হুড়োহুড়িতে এই পদপিষ্টের ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: Dry Foods: শুধু ওজন বাড়াতে নয়, বাদাম নিরাময় করবে জীবনের সমস্যাও!
তিরুপতি মন্দিরের দশ দিনের (১০-১৯ জানুয়ারি) বৈকুণ্ঠ একাদশী এবং বৈকুণ্ঠদ্বার দর্শনের টিকিট সংগ্রহের জন্য বুধবার সকাল থেকেই দীর্ঘ লাইন পড়েছিল ভক্তদের। প্রকাশিত একটি খবরে দাবি, সন্ধ্যার সময় ‘বৈকুণ্ঠদ্বার দর্শন’ টিকিটকেন্দ্রের সামনে লাইনে ছিলেন চার হাজারেরও বেশি মানুষ। বৈরাগী পট্টিতা পার্কে টোকেন বিলির ঘোষণার পরে আচমকাই সেখানে বিশৃঙ্খলা তৈরি হয়। দুর্ঘটনার খবর পেয়েই অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু ‘তিরুমালা তিরুপতি দেবস্থানম দর্শনম’ ট্রাস্টের চেয়ারম্যান বিআর নায়ডুর সঙ্গে টেলিফোনে কথা বলেন। হয় প্রশাসনিক স্তরের বৈঠক।
আজ বৃহস্পতিবার সকাল থেকে দর্শন করার জন্য টোকেন দেওয়ার ব্যবস্থা করেছিল মন্দির কর্তৃপক্ষ। সেই কারণে বুধবার সন্ধ্যা থেকেই ভক্তদের ভিড় বাড়ছিল। তিরুপতির ৯টি কেন্দ্রে ৯৪টি কাউন্টারের মাধ্যমে বৈকুণ্ঠ দর্শনের টোকেন দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। আহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের চিকিৎসায় যাতে কোনও ত্রুটি না হয়, সেই ব্যবস্থা করার কথা বলেছেন চন্দ্রবাবু নাইডু।