মধ্য বঙ্গোপসাগরের নিম্নচাপ আজ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হবে। এটি দক্ষিণ ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে স্থলভাগে প্রবেশ করবে শনিবার। এর প্রভাবে শনিবার পঞ্চমীতে মেঘলা আকাশ দিনভর কয়েক পশলা বৃষ্টি। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি উপকূলের জেলাতে। অষ্টমীতে আরও একটি ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে! নবমীর রাত থেকে কি ভাসবে বাংলা?
আরও পড়ুনঃ দুর্গাবাহিনীর দখলে চতুর্থী, বাঙালির বাস-ভোগান্তি
পরপর নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের প্রভাবে সমুদ্রে উত্তাল থাকবে। সমুদ্রে ঝড়ের গতিবেগ ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। মৎস্যজীবীদের রবিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দপ্তর। বাংলা এবং ওড়িশা মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা।
পঞ্চমীতে বাড়বে বৃষ্টি। কলকাতা-সহ রাজ্যে মেঘলা আকাশ দিনভর কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস থাকবে। অষ্টমী থেকে নবমীতে ফের ঘনীভূত হবে নিম্নচাপ। নবমীর রাত থেকে দশমী বৃষ্টিতে ভাসবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সাত জেলা।
পঞ্চমী : আগামিকাল শনিবার পঞ্চমীর দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস চার জেলায়। দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। কলকাতা-সহ বাকি সব জেলাতেই মেঘলা আকাশ দফায় দফায় কয়েক মসলা হাল্কা মাঝারি বৃষ্টির সতর্কতা। বজ্রপাতের আশঙ্কা।
উত্তরবঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টির আশঙ্কা। দার্জিলিং-সহ বাকি জেলাতেও মেঘলা আকাশ বৃষ্টির সম্ভাবনা।
ষষ্ঠী সপ্তমী অষ্টমী: ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টি ক্রমশ কমবে। রৌদ্রজ্জ্বল আবহাওয়া থাকবে। আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে খাবার সম্ভাবনা থাকবে।
নবমী: সকালের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়ার পরিবর্তন হবে বিকেলের দিকে। রাত থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা।
দশমী: দক্ষিণবঙ্গের ৭ জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা। ভারী বৃষ্টি হতে পারে কলকাতাতে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস।
অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি উপকূলের জেলায় দমকা ঝড় বাতাসের পরিমাণ ৫০ থেকে ৬০ কিলোমিটার হতে পারে। মন্ডপ ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা উপকূলের জেলাগুলিতে।
উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা দার্জিলিং-সহ অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইবে।
আরও পড়ুনঃ নয়া চমক; উত্তর কলকাতার স্টেইনলেস স্টিলের দুর্গা
পরপর নিম্নচাপের জায়গায় সমুদ্র উত্তাল হবে। আপাতত রবিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে বাংলা ও ওড়িশা উপকূলের মৎস্যজীবীদের।