Wednesday, 30 April, 2025
30 April, 2025
Homeউত্তরবঙ্গSSC: এস এস সি ইস্যুতে এস ডিও অফিস ঘেরাও বিজেপির

SSC: এস এস সি ইস্যুতে এস ডিও অফিস ঘেরাও বিজেপির

এসএসসি ইস্যুতে  শিলিগুড়িতে  বিজেপি  ঘেরাও করলো  এসডিও অফিস।

কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:

এসএসসি ইস্যুতে  শিলিগুড়িতে  বিজেপি  ঘেরাও করলো  এসডিও অফিস। আজকে বিজেপি  এস ডিও অফিস ঘেরাও করে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে। বিজেপি তরফ থেকে  কর্মী  অসিত হাজরা জানালেন  দিনের পর দিন একই রকম ভাবে এনামুল কংগ্রেস  মানুষকে ঠকিয়ে চলেছে এর একটা বিহিত হওয়া দরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  মানুষকে মিথ্যা আশ্বাস দিয়ে  বারবার বলে যাচ্ছেন  কোন ধরনের চিন্তা নয়, আপনাদের চাকরি আপনাদের থাকবে। অথচ যেখানে সুপ্রিম কোর্ট  বিচার করে দিয়েছেন, সেখানে কেউ হাত লাগাতে পারবে না। আজকের যোগ্য চাকরিপ্রার্থীরা  দিশাহীন অবস্থা ঘুরে বেড়াচ্ছেন এক দিক থেকে অন্য দিক। আর আশায় আছেন তাদের চাকরি আবার বহাল থাকবে। তাদের পরিবার আছে সন্তান আছে, বর্তমান ভবিষ্যতের চিন্তা আছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  নিজে এবং নিজের দলকে বাঁচাতে  এই কথা বলে চলেছেন। বিজেপি সমর্থকরা এসডিও  অফিস ঘেরাও করে এসএসসি দুর্নীতি কাণ্ডের দুস্থদের শাস্তির দাবি জানায়। পুলিশ এসে বাধা দিতে চেষ্টা করলে, বিজেপি  সমর্থকদের সাথে  পুলিশের ধস্তাধস্তি  শুরু হয়ে যায়। বিজেপির মহিলা সমর্থকরা মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে  চিৎকার করে আন্দোলন শুরু করতে থাকেন। যোগ দেন বিজেপির কর্মীরাও। বিজেপির তরফ থেকে রাজিব চৌধুরী জানান আগামী দিনে আরো বড় আন্দোলন করতে পথে নামবে বিজেপি।

আরও পড়ুন: সন্ত্রাসবাদী হামলা নিয়ে প্রতিবাদ হিন্দু জাগরণ মঞ্চের ও সাধারণ মানুষের

এই অযোগ্য মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তার কোন যোগ্যতা নেই সিংহাসনে বসে থাকার। আজকে বিজেপির মিছিলে  থেকেই ভাষা মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ত। তিনি জানালেন যোগ্য অযোগ্য যে সরকার আলাদা করতে পারে না , তাদের কোন অধিকার নেই  সরকারে থাকার। এই সরকারের নেতা-মন্ত্রীরা টাকা নিয়ে কেলেঙ্কারি করে রেখেছে। এর থেকে লজ্জা আর কি হতে পারে? আমাদের সন্তানদের ভবিষ্যৎ কি? রাজু বিস্ত আরো জানালেন কেলেঙ্কার এর উপর কেলেঙ্কারি করে চলেছে তৃণমূল সরকার। লজ্জার শেষ নেই। যারা যোগ্য তাদের চাকরি চলে গেছে, আর মুখ্যমন্ত্রীর কথা রাখবার জন্য একের পর এক মিথ্যা বলছেন।উনি জানেন উনি যা বলছেন উনি তা করতে পারবেন না, তবে উনি বলছেন কেন। কেন মিথ্যা আশ্বাস দিচ্ছেন? বেকার সময় নষ্ট করছেন সবার। এই সরকারে চলে যাওয়া উচিত। মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। তার কোন অধিকার নেই মুখ্যমন্ত্রী সিংহাসনে বসে থাকার জানালেন রাজু বিস্ত।

আরও পড়ুন: আজ সন্ধেয় সর্বদলীয় বৈঠক ডাকলেন প্রতিরক্ষামন্ত্রী, থাকবেন শাহও

এদিন বিজেপির মিছিলে রাজু বিস্ত  ডিসেম্বর পর্যন্ত কেন সময় দিয়েছেন একমাত্র উনিই বলতে পারবেন। সুপ্রিম কোর্ট যেখানে রায় দিয়ে দিয়েছে, এখানে কিভাবে চাকরি হবে? কেলেঙ্কারি এর উপর কেলেঙ্কারি করে এই সরকার বিদায় নেবে। আর বিদায় দেবে বিজেপি। কারণ মানুষ বুঝে গিয়েছে  বিজেপি না আসলে মানুষ শান্ত থাকবে না ভালো থাকবে না। তাই অবিলম্বে তৃণমূলকে বিদায় জানাতে হবে।

এই মুহূর্তে

আরও পড়ুন