Friday, 12 September, 2025
12 September
বাংলা কাউন্টডাউন টাইমার
বঙ্গবার্তা
Homeদক্ষিণবঙ্গBankura: ধরা পড়ল CCTV-তে! চলন্ত ট্রেনে উঠতে গিয়ে সোজা চলে গেলেন নীচে

Bankura: ধরা পড়ল CCTV-তে! চলন্ত ট্রেনে উঠতে গিয়ে সোজা চলে গেলেন নীচে

মহিলা বাঁকুড়ার পাত্রসায়েরে থাকা এক আত্মীয়ের বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরছিলেন।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সৌমেন মুখার্জ্জী, বাঁকুড়াঃ

ফের একবার রেল পুলিশের তৎপরতায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক মহিলা যাত্রী। চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ওই মহিলা যাত্রী পা পিছলে ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝে গড়িয়ে পড়েন। তাঁর শরীর ট্রেন লাইনে পৌঁছানোর আগেই এক মহিলা কনস্টেবল-সহ দুই রেল পুলিশ ছুটে গিয়ে তাঁকে কোনওক্রমে টেনে প্ল্যাটফর্মে তুলে আনলে প্রাণে বেঁচে যান শবানি সিনহা নামের বছর ৬২-র ওই মহিলা যাত্রী। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

আরও পড়ুনঃ দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ভরদুপুরে ছাত্রখুনে চাঞ্চল্যকর তথ্য! প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে

রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন বেলা ১১টা ৭ মিনিটে সাঁতরাগাছি পুরুলিয়া রূপসী বাংলা এক্সপ্রেস বাঁকুড়া স্টেশনের ২ নম্বর প্লাটফর্ম ছেড়ে এগোতে শুরু করে। রেল পুলিশ সূত্রে পাওয়া সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে ওই মহিলা যাত্রী চলন্ত ট্রেনের একটি কামরায় ওঠার চেষ্টা করছেন। আর তখনই ঘটে যায় ওই ঘটনা।

আরও পড়ুনঃ পাথর তোলার সময় বীরভূমের খাদানে ধস, মৃত ৫ শ্রমিক

সূত্রের খবর, পুরুলিয়ার কুকস কম্পাউন্ড এলাকার বাসিন্দা ওই মহিলা বাঁকুড়ার পাত্রসায়েরে থাকা এক আত্মীয়ের বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরছিলেন। বাঁকুড়া থেকে ট্রেনে চড়ে তাঁর পুরুলিয়ায় ফেরার কথা। কিন্তু বাঁকুড়া স্টেশনে চলন্ত ট্রেনে চড়তে গিয়ে ঘটে যায় বিপত্তি। জানা যায় চলন্ত ট্রেনে চড়ার মূহুর্তে আচমকাই পা পিছলে তাঁর শরীর ঢুকে যেতে থাকে প্লাটফর্ম আর চলন্ত ট্রেনের মাঝের অংশে । ঘটনা দেখে প্ল্যাটফর্মের রেল পুলিশের সহায়তা কেন্দ্রে কর্তব্যরত এক মহিলা কনস্টেবল ও আধিকারিক ছুটে গিয়ে ওই মহিলাকে টেনে প্ল্যাটফর্মের উপরে তুলে আনেন। ঘটনায় ওই মহিলা তেমন আহতও হননি বলেই জানা যাচ্ছে।

এই মুহূর্তে

আরও পড়ুন