Friday, 1 August, 2025
1 August, 25
Homeউত্তরবঙ্গDarjeeling: ক্ষয়ক্ষতি অনেক! দার্জিলিংয়ে কাকঝোরা এলাকায় বন দফতরের আবাসনে বিধ্বংসী অগ্নিকাণ্ড

Darjeeling: ক্ষয়ক্ষতি অনেক! দার্জিলিংয়ে কাকঝোরা এলাকায় বন দফতরের আবাসনে বিধ্বংসী অগ্নিকাণ্ড

কাঠের তৈরি সেই ভবন মুহূর্তে জ্বলে ওঠে এবং কিছুক্ষণের মধ্যেই ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ

দার্জিলিঙের কাকঝোরা এলাকায় বন দফতরের একটি সরকারি আবাসনে বুধবার রাতে আচমকা আগুন লাগে। কাঠের তৈরি সেই ভবন মুহূর্তে জ্বলে ওঠে এবং কিছুক্ষণের মধ্যেই ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা।

দমকল সূত্রে জানা গেছে, খবর পেয়ে দার্জিলিং ফায়ার স্টেশনের দুটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। তবে প্রবল হাওয়ার দাপটে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকল কর্মীদের।

আরও পড়ুনঃ বোঝাপড়া দু’দেশের মধ্যে; পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি সেরে ফেললেন ট্রাম্প

সৌভাগ্যবশত এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি বলে জানা গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ কম নয়। বন দফতরের এক আধিকারিক জানিয়েছেন, আগুনে গুরুত্বপূর্ণ নথিপত্র এবং আসবাবপত্র পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

ঘটনার পরেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ বিকট শব্দ ও ধোঁয়া দেখে তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে বনকর্মী ও বাসিন্দারা মিলে আগুন নেভানোর কাজে সহায়তা করেন।

আরও পড়ুনঃ কোন্নগরে আতঙ্ক! এক কোপে বাদ হাত! ‘পরোপকারী’ দাপুটে তৃণমূল নেতাকে SSKM-এ নিয়ে এলে মৃত ঘোষণা

জেলা প্রশাসন এবং দমকল বিভাগ সূত্রে জানানো হয়েছে, আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলেই প্রাথমিকভাবে অনুমান। তদন্ত শুরু হয়েছে।

এই মুহূর্তে

আরও পড়ুন