তিলোত্তমা কলকাতার ১৭ নম্বর ওয়ার্ডে গতকাল থেকে শুরু হলো চার দিনের বিশেষ প্রদর্শনী। মোহন কুমার গুপ্ত কলকাতার ১৭ নম্বর ওয়ার্ডের নির্বাচিত হবার পরেই এলাকার উন্নয়নের দিকে বিশেষ নজর দেন। রাজ্যের মন্ত্রী শশী পাঁজাও এই এলাকারও বিধায়ক।
আরও পড়ুন: Siliguri TMC: মহিলাদের কর্মীসভা “দীক্ষা”
এলাকার সৌন্দর্যয়ায়নে এই দুই জনের কৃতিত্ব কম নয়।
দিনের ২৪ ঘন্টাই এলাকার মানুষের জন্য বিভিন্ন পরিসেবার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা ও মোহন কুমার গুপ্ত।
আর পড়ুন: Agarpara: তৈরি হওয়ার আগেই ভেঙে পড়ল আবাসনের অংশ, বাঘাযতীনের পর আতঙ্ক আগরপাড়ায়
উত্তর কলকাতার এই ১৭ নম্বর ওয়ার্ডের বিখ্যাত পুজো কাশী বোস লেনের মাঠে আজ থেকে শুরু হলো এক বিশেষ প্রদর্শনী ও মেলা। এই মেলা চলবে আগামী রবিবার ১৯শে জানুয়ারি পর্যন্ত। মুলত মহিলা স্বনির্ভরতাই এই মেলার লক্ষ্য। এই প্রদর্শনীতে বিভিন্ন ধরনের খাবার, মহিলা ও পুরুষদের বিভিন্ন ধরনের পোশাক পাওয়া যাচ্ছে। শিশুদের জন্য বিশেষ আকর্ষণতো আছেই।







