Thursday, 17 July, 2025
17 July, 25
HomeদেশBuilding Collapsed: এক সেকেন্ডে ধুলিসাৎ! তাসের ঘরের মতো ভেঙে পড়ল বহুতল

Building Collapsed: এক সেকেন্ডে ধুলিসাৎ! তাসের ঘরের মতো ভেঙে পড়ল বহুতল

ধসে গেল আস্ত বহুতল। সাতসকালে জীবন-মৃত্যুর মাঝে এক অনিশ্চয়তায় আটকা পড়ল কত গুলো প্রাণ।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

দিল্লিতে হঠাৎই ভেঙে পড়ল চার তলা একটি বাড়ি। সংবাদ সংস্থা এএনআই-এর প্রতিবেদন অনুসারে, শনিবার সকাল ৭টা নাগাদ দিল্লির সীলমপুর এলাকায় থাকা ওই বাড়িটি ভেঙে পড়ে। বাড়ি ভেঙে পড়ার খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। এখনও পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে তিন-চার জনকে উদ্ধার করা হয়েছে বলে দমকল সূত্রে খবর। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে অনেকে ধ্বংসস্তূপের তলায় আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন: প্রীতি যোগের সঙ্গে শ্রবণা নক্ষত্র, কৃষ্ণা দ্বিতীয়ায় মানসিক অস্থিরতা বাড়বে চার রাশির

স্থানীয় সূত্রে খবর, বাড়িটিতে ১০ জন থাকতেন। তাঁদের মধ্যে তিন জন মহিলা, তিন জন শিশু। তবে বাড়ি ভেঙে পড়ার সময় ঠিক কত জন সেখানে ছিলেন, তা এখনও স্পষ্ট নয়। কী কারণে বাড়িটি ভেঙে পড়ল, তা-ও স্পষ্ট নয়।

 আরও পড়ুন: স্করপিও-লরির মুখোমুখি সংঘর্ষে মৃত ৪; বেলদায় ভয়াবহ দুর্ঘটনা

দিল্লির এক পুলিশ আধিকারিক সংবাদ সংস্থা পিটিআই-কে বলেন, “সকাল ৭টা নাগাদ আমরা বাড়ি ভেঙে পড়ার খবর পাই। ঘটনাস্থলে গিয়েছে দমকলের সাতটি ইঞ্জিন। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।”

এই মুহূর্তে

আরও পড়ুন