Saturday, 2 August, 2025
2 August, 25
Homeউত্তরবঙ্গRayganj's folk artist: 'ঘুষ' নিয়ে খোঁচা! চাকরিহারাদের নিয়ে এবার গান বাঁধলেন রায়গঞ্জের...

Rayganj’s folk artist: ‘ঘুষ’ নিয়ে খোঁচা! চাকরিহারাদের নিয়ে এবার গান বাঁধলেন রায়গঞ্জের লোকশিল্পী

শিল্পীর কণ্ঠস্বর, 'এমন আজব কাণ্ড লন্ডভন্ড আগে দেখি নাই, বলি ২৬ হাজার চাকরি গেল কেবলমাত্র ঘুষের দায়...!'

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

 নিয়োগে দুর্নীতির অভিযোগে এসএসসির ২০১৬ সালের আস্ত প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। চাকরি হারিয়ে দিশেহারা ২৬ হাজার শিক্ষক ও শিক্ষা কর্মী। নিজেদের অধিকার ফিরে পেতে ক্লাসরুমের পরিবর্তে এখন তাঁদের ঠিকানা রাজপথ।

যোগ্যদের তালিকা প্রকাশের দাবি জানাতে গিয়ে কসবায় পুলিশের লাঠি-লাথির মুখোমুখিও হতে হয়েছে তাঁদের। আর এসব নিয়েই এবার গান বাঁধলেন রায়গঞ্জের লোকশিল্পী তরণীমোহন বিশ্বাস।

আরও পড়ুন: শিলিগুড়িতে আতঙ্ক! একের পর এক বাড়িতে দুষ্কৃতী হানা

রায়গঞ্জ তো বটেই, আশেপাশের এলাকায় কান পাতলেই শুনতে পাওয়া যাচ্ছে, শিল্পীর কণ্ঠস্বর, ‘এমন আজব কাণ্ড লন্ডভন্ড আগে দেখি নাই, বলি ২৬ হাজার চাকরি গেল কেবলমাত্র ঘুষের দায়…!’

শিল্পীর কথায়, “যাঁরা অযোগ্য তাঁদের বাছাই না করে যেভাবে যোগ্যদেরও চাকরি কেড়ে নেওয়া হল, তা মেনে নেওয়া যায় না। এরপর কোন ভরসায় ছেলেমেয়েরা পড়াশোনা করবে বলুন?”

আরও পড়ুন: উত্তর কলকাতার বহাল তবিয়তে বিডন স্ট্রিটের চড়ক

টাকার বিনিময়ে পিছন দরজা দিয়ে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে একাংশের বিরুদ্ধে। নিয়োগ দুর্নীতির অভিযোগে সেই ২০২২ সালের জুলাই থেকে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জেলে রয়েছেন শিক্ষা দফতরের একাধিক প্রাক্তন কর্তাও। চাকরি চুরির সেই প্রসঙ্গ টেনে নিজের গানের মধ্যে ঘুষের প্রসঙ্গও রেখেছেন শিল্পী।

তাঁর কথায়, “টিভির পর্দায় চাকরিহারাদের আকুতি দেখে মনের ভেতরটা কেঁপে উঠেছে। যেভাবে টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে, তা মেনে নেওয়া যায় না। তাই  দুর্নীতির প্রতিবাদ জানাতেই এই গান বাঁধা।”

রায়গঞ্জের বুকে তরণীমোহন বিশ্বাস পরিচিত মুখ। বাসিন্দারা জানালেন, এই প্রথম নয়, এর আগেও দেশ ও রাজ্যের বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে গান বেঁধে আলোড়ন ফেলে দিয়েছিলেন তিনি।

এই মুহূর্তে

আরও পড়ুন