এবার বীরভূমের সাইথিয়ার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মায়া সাহা বাড়িতে ইডিহানা( এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট)। জানা গিয়েছে, যে জীবনকৃষ্ণ সাহার পিসি হন এই মায়া সাহা। সেই সূত্র ধরেই সাঁইথিয়াই আজ ইডির আধিকারিকরা হানা দিয়েছেন।
আরও পড়ুনঃ গ্রেফতার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ; কলকাতায় নিয়ে আসা হচ্ছে
প্রসঙ্গত চাকরি দুর্নীতি মামলায় বারবার নাম উঠে এসেছে জীবনকৃষ্ণ সাহার নাম। মুর্শিদাবাদের বড়ঞার এই তৃণমূল নেতার বাড়িতে ইডি হানা হয়েছিল। এমনকী দীর্ঘদিন তিনি জেলবন্দি ছিলেন। এবার সেই সূত্র ধরে আজ সাঁইথিয়া মায়া সাহার বাড়িতে সকাল সকাল হানা দেন ইডির আধিকারিকরা।
আরও পড়ুনঃ ‘গৃহবন্দি’ ধনখড়! মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
সকাল প্রায় সাড়ে সাতটা নাগাদ ইডি আধিকারিকরা মায়া সাহার বাড়িতে প্রবেশ করেন। চারটি গাড়িতে পাঁচজন ইডির আধিকারিকরা এসেছেন। এখনও সেখানে তদন্ত চলছে। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার ঘেরাটোপে অভিযান চালাচ্ছেন৷ এলাকার প্রচুর মানুষ ইতিমধ্যেই মায়া সাহার বাড়ির সামনে ভিড় জমিয়েছেন। ইতিমধ্যেই প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী মোতায়ন রয়েছে। তবে কী কারণে এই তল্লাশি যদিও এই বিষয়ে পরিষ্কার ভাবে এখনও কিছু জানা যায়নি।