খাবার কিনে বাড়িতে ঢুকছিলেন। তাঁর আগেই ধারাল অস্ত্রের কোপে লুটিয়ে পড়লেন মাটিতে। রাজাবাজারে আইনজীবীর আক্রান্ত হওয়ার খবরে গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।
আক্রান্ত আইনজীবীর নাম মজিদ আখতার। ব্যাঙ্কশাল কোর্টে তিনি প্র্যাকটিস করেন।
জানা গিয়েছে, রাত প্রায় ন’টা নাগাদ হামলা ঘটে তাঁর ওপর। গলায়, মাথায়, হাতে – শরীরের একাধিক জায়গায় গুরুতর চোট পান মজিদ। তাঁকে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়তে দেখে তড়িঘড়ি পুলিশে খবর দেন পরিবার, তারপর তাঁকে উদ্ধার করে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
রাজাবাজার মোড় থেকে কাছে হলেও এলাকাটি বেশ নির্জন। রাস্তায় এখনও চাপচাপ রক্ত। আতঙ্ক রয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। জানা গিয়েছে, বাড়ি ঢোকার মুখে তিন-চার জন মিলে ধারাল অস্ত্র নিয়ে হামলা চালায় তাঁর ওপর। তারপর ধরা পড়ার ভয়ে শিয়ালদহের দিকে পালিয়ে যায় তারা। সবার মুখই ঢাকা ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
হামলা কেন, কী কারণে হল, তা নিয়ে হতবাক পরিবার। তবে এই ঘটনা নতুন নয়, কোনও পুরনো শত্রুর কারণেই এই হামলা, মনে করছেন পরিবারের লোকজন।
আরও পড়ুনঃ ছাব্বিশে পাখির চোখ! মহালয়ার আগে ফের বাংলায় মোদি
উল্লেখ্য, কাছেপিঠে যে কয়েকটি সিসিটিভি ক্যামেরা ছিল, প্রমাণ লোপাট করতে তার সবকটি খুলে নিয়ে গেছে হামলাকারীরা, এমনটাই জানাচ্ছে পুলিশ। ফলে ফুটেজ দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার যে পথ ছিল তা এখন প্রায় বন্ধের দিকে। সবরকম ভাবে তদন্তের গতি বাড়াতে তৎপর পুলিশ। কারা রয়েছে এই ঘটনার পিছনে, তাঁর কোন শত্রুর কাজ হতে পারে তা বিশদে খতিয়ে দেখছে পুলিশ।