Wednesday, 30 April, 2025
30 April, 2025
Homeউত্তরবঙ্গSiliguri Pride Walk: বিক্রি করবেন না অনুরোধ করলেন "প্রাইড ওয়াক" করা স্বেচ্ছা...

Siliguri Pride Walk: বিক্রি করবেন না অনুরোধ করলেন “প্রাইড ওয়াক” করা স্বেচ্ছা সেবী সংস্থার কর্মীরা

গোটা উত্তরবঙ্গ জুড়ে তারা এই কাজ করে যাচ্ছেন

কুশল দাসগুপ্ত, শিলিগুড়ি:

বাচ্চাদের কাছে কোন ধরনের নেশার জিনিস  কোনভাবেই বিক্রি করবেন না। আজ শিলিগুড়িতে  “প্রাইড ওয়াক” ওয়াক করতে আসা স্বেচ্ছাসেবী কর্মীরা অনুরোধ করলেন দোকানদার দের।

সংস্থার কর্মীরা জানিয়েছেন, বাচ্চাদের হাতে যাতে কোনভাবেই নেশার জিনিস তুলে দেওয়া না হয়  সেদিকে নজর রেখে কাজ করে চলেছেন তারা।

আরও পড়ুন: Darjeeling Tea: ক্ষতির মুখে চা শ্রমিকেরা

গোটা উত্তরবঙ্গ জুড়ে তারা এই কাজ করে যাচ্ছেন। তারা জানিয়েছেন উত্তরবঙ্গের মধ্য শিলিগুড়িতে বাচ্চাদের হাতে সবচাইতে বেশি  নেশার জিনিস পৌঁছে যায়। আসক্তি জমে যায় বাচ্চাদের মধ্য। এটা কমাতে হবে, তাদের অভিভাবকেরাও  চিন্তিত এবং দুঃখিত।

আরও পড়ুন: Indian History: বাহাদুর শাহ জাফরের বংশধরদের ভরণ-পোষণ কেন করত ব্রিটিশ সরকার?

তাই আমরা পথে নেমেছি  এই “প্রাইড ওয়াক” এর মাধ্যমে সাধারণ মানুষের কাছে  একটা বার্তা পৌঁছে দিতে। যে ছোট ছোট ছেলেমেয়েদের যেন কোনভাবেই নেশার আসক্তিতে  না ফেলা হয়। এতে সমস্যা বাড়ে, প্রাইড ওয়াক আমাদের কাছে একটা লক্ষ্য। আমরা এই প্রাইড ওয়াক-এর মাধ্যমে মানুষের কাছে চেতনা পৌঁছে দিতে চাই, যে নেশা থেকে দূরে থাকুন। যদি কিছু করতে পারি  তবেই বুঝবো সফল হয়েছি আমরা।

এই মুহূর্তে

আরও পড়ুন