spot_img
Friday, 16 January, 2026
16 January
spot_img
HomeকলকাতাShatarup Ghosh: বঙ্গ রাজনীতিতে নয়া মোড়; ব্রাত্যর ভুয়সী প্রশংসা শতরূপের, ২৬শে ভোটের...

Shatarup Ghosh: বঙ্গ রাজনীতিতে নয়া মোড়; ব্রাত্যর ভুয়সী প্রশংসা শতরূপের, ২৬শে ভোটের আগে সেটিং!

রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ভুয়সী প্রশংসা করলেন সিপিএম মুখপাত্র শতরূপ ঘোষ।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

দেবজিৎ মুখার্জি, কলকাতা:

রাত পোহালেই নতুন বছরে পা দেবে গোটা বিশ্ব এবং এর সঙ্গে বিধানসভা নির্বাচনের দিকে আরো এক পা এগিয়ে যাবে পশ্চিমবঙ্গ। দামামা বাজতেই প্রচার পর্ব চালু হয়ে গিয়েছিল শাসক থেকে বিরোধী, দুই শিবিরেরই।

আরও পড়ুনঃ বিস্ফোরক অভিযোগ! ভোট চুরির রহস্য ফাঁস তৃণমূল সেনাপতির

তবে দিন যত কাছে আসছে, ততই দলগুলি বাড়িয়ে দিয়েছে প্রচারের মাত্রা। বলা ভালো, মসনদ দখলের লড়াইকে কেন্দ্র করে জমে উঠেছে বঙ্গ রাজনীতি। বর্তমান পরিস্থিতির দৃষ্টিকোণ থেকে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন যে এবার কড়া চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে ঘাসফুল শিবিরকে, অর্থাৎ শাসকদল তৃণমূল কংগ্রেসকে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর বাহিনী জয় নিয়ে আশাবাদী।

এই পরিস্থিতিতে যেখানে সকল দলের নেতারা একে অপরের সমালোচনা করে বেড়াচ্ছেন, ঠিক তখন অন্যদিকে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ভুয়সী প্রশংসা করলেন সিপিএম মুখপাত্র শতরূপ ঘোষ। কী বক্তব্য বাম নেতার? সম্প্রতি, মুক্তি পেয়েছে যীশু সেনগুপ্ত ও শুভশ্রী গাঙ্গুলী অভিনীত লহ গৌরাঙ্গের নাম রে। এই পর্যন্ত বেশ ভালই ক্রিটিকাল অ্যাপ্রিসিয়েশন পেয়েছে ছবিটি। এতে অভিনয় করেছেন খোদ ব্রাত্য বসুও এবং তা দেখেই মুগ্ধ শতরূপ। নিজের ফেসবুক পেজ থেকে সিনেমার প্রশংসা করার পাশাপাশি তিনি তারিফ করলেন শিক্ষামন্ত্রীর অভিনয়েরও। যদিও তাতে মিশে ছিল হালকা কটাক্ষও।

আরও পড়ুনঃ ২৮ আসনের মধ্যে ২০টি পেতে হবেই! লক্ষ্য বাঁধলেন আমিত শাহ

ছবি প্রসঙ্গে শতরূপের বক্তব্য, “সৃজিত মুখার্জীর গল্প বলার ধরণে বরাবরই নতুনত্ব থাকে।  লহ গৌরাঙ্গের নাম রে তেমনই এক অভিজ্ঞতা। এটা সাধারণ বায়োপিক নয়। আবার নিছক ধর্মীয় ছবিও নয়। বরং ইতিহাস, দর্শন, সম্পর্কের সঙ্কট সংকট—এই সবকিছুকে মিলিয়ে এক বহুমাত্রিক, প্রশ্নমুখর চলচ্চিত্র।” এরপরই অভিনেতাদের প্রশংসা করতে গিয়ে উঠে আসে ব্রাত্য বসুর নাম।

বাম নেতা লেখেন, “এই ছবিতে গিরিশ ঘোষের ভূমিকায় ওনার অভিনয় বাংলা সিনেমার Honours Board-এ স্থান পাওয়ার যোগ্য।” তারপরই কটাক্ষ করে বলেন, “ব্রাত্যবাবু যদি রাজনীতি ছেড়ে পুরো সময়টা অভিনয়ে দেন, তবে তাতে বাংলার রাজনীতি ও সিনেমা দুইয়েরই মঙ্গল।”

শতরূপ ঘোষের এই পোস্ট ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি। বলতে গেলে, চোখের নিমেষে চারিদিকে ছড়িয়ে পড়ে এবং এরপরই শুরু হয় জোর তরজা। কমেন্ট বক্সে অনেকেই নিজেদের মতামত শেয়ার করেন। কেউ শুধু সিনেমাভিত্তিক কমেন্ট করেন। আবার অনেকে সেটিকে দেন রাজনৈতিক অ্যাঙ্গেলও। তবে দিনের শেষে শতরূপের এই পোস্ট দৃষ্টি আকর্ষণ করেছে নেটিজেনদের।

এই মুহূর্তে

আরও পড়ুন