সাতসকালে নিবেদিতার নিচে ডাস্টবিন থেকে উদ্ধার শিশুকন্যা। টোটো চালকের তৎপরতায় প্রাণরক্ষা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা বালির স্টেশন লাগোয়া এলাকায়। সকাল থেকেই চলছে মুষলধারা। ফলে রাস্তায় মানুষের যাতায়াত অন্যদিনের থেকে অনেকটাই কম ছিল। ওই সময়ই নিবেদিতা সেতুর নিচে বালি পঞ্চাননতলা পুরসভা এলাকা দিয়ে যাচ্ছিলেন চন্দন মল্লিক নামে এলাকারই এক টোটো চালক। ডাস্টবিনের দিকে নজর যেতেই কিছু একটা দেখে সন্দেহ হয়। কাছে যেতেই দেখা যায় ময়লা আবর্জনার মধ্যে এক সদ্যজাত বাচ্চা মেয়ে পড়ে রয়েছে। তখনও দেহে প্রাণ।
আরও পড়ুনঃ শ্রাবণ শুক্লা দ্বাদশীতে বৈধৃতি যোগ, আচমকা অর্থলাভ এই চার রাশির
দ্রুত ওই সদ্যজাত শিশুকন্যাকে নিয়ে তিনি পাশেরই এক বেসরকারি হাসপাতালে নিয়ে চলে যান। উদ্ধারকাজে ওই যুবক সঙ্গে পেয়ে যান আরও বেশ কয়েকজনকে। বর্তমানে ওই বেসরকারি নার্সিংহোমেই বাচ্চাটির বর্তমানে চিকিৎসা চলছে। এদিকে ঘটনা চাউর হতেই রীতিমতো শোরগোল পড়ে যায় এলাকায়। কিন্তু, কে বা কারা এই কাজ করল তার উত্তর মিলছে না। খবর কানে যেতেই ঘটনাস্থলে আসে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ।
আরও পড়ুনঃ বাংলাদেশে রমজান শুরুর আগেই নির্বাচন! ঘোষণা ইউনূসের, স্বাগত খালেদার বিএনপির
চন্দন বলছেন, “দেখে মনে হচ্ছিল অনেকক্ষণ থেকে পড়ে রয়েছে। প্রায় তিন থেকে চার ঘণ্টা তো হবেই। গায়ে পোকাও ধরে যাচ্ছিল। ওকে দেখা মাত্রই আমরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। আমরা চাই যাঁরা এ কাজ করেছে তাঁদের শাস্তি হোক। সিসিটিভি ফুটেজ আছে। ফুটেজ দেখে পুলিশ দোষীদের শনাক্ত করুক।”