সাত সকালে বিদ্যাসাগর সেতুতে ঘটল এক ভয়াবহ ঘটনা। বুধবার সকালে কলকাতামুখী লেনে একটি যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন লাগে।
আরও পড়ুনঃ কার্তিক শুক্লা প্রতিপদে প্রীতি যোগ-স্বাতী নক্ষত্র, বড়সড় সুসংবাদ পাবে এই চার রাশি
দ্রুত সেই আগুন গোটা বাসে ছড়িয়ে পড়ায় দাউ দাউ করে জ্বলতে থাকে বাসটি।
এই ঘটনায় কোন হতাহতের খবর নেই। তবে এমন ঘটনা ঘটায় হাওড়া থেকে কলকাতা রুটে যান চলাচল সম্পূর্ণ ব্যাহত হয়েছে।
দমকলের দু’টি ইঞ্জিন যায় ঘটনাস্থলে। প্রায় ৩৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
প্রাথমিক তদন্তের পর দমকল কর্মীদের অনুমান, বাসটিতে ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগার ঘটনা ঘটেছে। গুরুত্বপূর্ণ এই সেতুতে আগুন লাগার ফলে প্রায় পৌনে এক ঘণ্টা ধরে হাওড়া থেকে কলকাতাগামী যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ থাকে। আগুন পুরোপুরি নিভিয়ে ফেলার পর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হয়।


                                    


