Thursday, 24 July, 2025
24 July, 25
HomeকলকাতাKolkata Metro: রহস্যজনক কালো ক্রস! কলকাতা মেট্রোয় যুবকের কীর্তিতে অবাক যাত্রীরা 

Kolkata Metro: রহস্যজনক কালো ক্রস! কলকাতা মেট্রোয় যুবকের কীর্তিতে অবাক যাত্রীরা 

আচমকা দেখা যায় মেট্রের একটি রেকের মধ্যে প্রায় সবকটি গেটে ওই ক্রস চিহ্ন এঁকে দেওয়া হয়েছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কোনও বিভ্রাট নয়। এবার কলকাতা মেট্রোয় ঘটল রহস্যজনক এক ঘটনা। আর তা ঘটালেন এক যাত্রী। আচমকা নিয়ে সিট থেকে উঠে একটি কামরার সব দরজায় কালো স্প্রে  দিয়ে ক্রস‘ (X) চিহ্ন এঁকে দিয়েছেন তিনি। মেট্রোর ভিতরের সিসিটিভি ক্যামেরায় এই দৃশ্য ধরা পড়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় একদিকে যেমন যাত্রীরা অবাক, তেমনই আতঙ্কিত।

আরও পড়ুনঃ ছাব্বিশের নির্বাচনের আগে বাংলা কাঁপাবে নতুন দল? তৃণমূলে কি ভাঙন!

যুবকের ওই কীর্তির ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, চলন্ত ট্রেনে আচমকা সিট থেকে উঠলেন ওই যুবক। তাঁর কাঁধে রয়েছে ব্যাগ। তা থেকে একটি বোতল বের করে কামরার একাধিক দরজায় কালো স্প্রে করতে শুরু করলেন। বলা ভাল, দরজাগুলিতে ক্রস চিহ্ন আঁকলেন তিনি। মেট্রোর কামরায় থাকা সিসিটিভি ফুটেজে তা ধরা পড়েছে। এও দেখা যাচ্ছে, কামরায় থাকা বাকি যাত্রীদের কেউই ওই যুবককে বাধা দিচ্ছেন না। 

সিসি ফুটেজ দেখে আন্দাজ করা যায়, এই ঘটনাটি মাসখানেক আগের। কিন্তু এতদিনে কেন ঘটনার কথা সামনে আসেনি তা বোঝা যাচ্ছে না। এদিকে সূত্রের খবর, মেট্রো কর্তৃপক্ষ ওই ব্যক্তির বিরুদ্ধে পুলিশে মামলা করতে চলেছে। কেন তিনি এমন কাজ করলেন, কী উদ্দেশ্য ছিল তাঁর, তা খতিয়ে দেখার চেষ্টা করা হবে। আদৌ কোনও লক্ষ্য নিয়ে এই কাজ করা হয়েছে, নাকি ওই ব্যক্তির মানসিক স্থিতি স্বাভাবিক নয়, এইসব প্রশ্ন উঠছে।

আরও পড়ুনঃ জলপাইগুড়ির রাস্তায় ‘শান্ত স্বভাবের’ প্রৌঢ়ের নলি কাটা দেহ! ভাবাচ্ছে স্থানীয়দের

বিষয়টি হালকাভাবে নিতে রাজি নয় কলকাতা মেট্রো কর্তৃপক্ষও। এমনিতেই বিগত কয়েক মাসে একাধিকবার বিভ্রাট হয়েছে পরিষেবায়। তা নিয়ে রুষ্ঠ সাধারণ যাত্রীরা। তার মধ্যে এমন একটি ঘটনা আবারও যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে। নাশকতার পরিকল্পনার সঙ্গেও এই ঘটনার যোগ রয়েছে কিনা, তাও স্পষ্ট নয়। তাই বিষয়টি গুরুত্ব সহকারেই দেখছে কর্তৃপক্ষ।

 

এই মুহূর্তে

আরও পড়ুন