Wednesday, 30 April, 2025
30 April, 2025
Homeদক্ষিণবঙ্গRanaghat: ভেঙে পড়ল নির্মিয়মান বিল্ডিং, আহত ৬

Ranaghat: ভেঙে পড়ল নির্মিয়মান বিল্ডিং, আহত ৬

রানাঘাটের আনুলিয়ায় নবনির্মিত বাজারের একটি অংশ ভেঙে পড়ে ভয়াবহ দুর্ঘটনা। নির্মীয়মাণ বিল্ডিংয়ের একটি অংশ ভেঙে পড়ায়, তার তলায় চাপা পড়েন অনেকে। ইতিমধ্যেই ছ’জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বাজারের উপর বিল্ডিংয়ে ঢালাইয়ের কাজ চলছিল। রবিবার বাজারে নিত্যদিনের মতো বেচাকেনা চলছিল। ভিড়ও ছিল। সেই সময় সেন্টারিং এবং নির্মীয়মাণ লিন্টন ঢালাই ভেঙে পড়ে। তার নীচে চাপা পড়েন অনেকে। আহত ছ’জনকে রানাঘাট মহাকুমা হাসপাতালে দ্রুত নিয়ে আসা হয়। তাঁরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

আর পড়ুন: R G Kar Case: হুকুম পেলেই ফাঁসিতে ঝোলাবেন

পুলিশ জানিয়েছে, আজ দুপুর দেড়টা নাগাদ রানাঘাট-চাকদা বাইপাস রোডে আনুলিয়া বাজার সংলগ্ন এলাকায় ভাতৃ সংঘ ক্লাবের উপরে একটি নবনির্মিত বিল্ডিংয়ের কাজ চলছিল। শ্রমিকেরা কাজ করতে গিয়ে হঠাৎই ভেঙে পড়ে একাংশ। চারজন শ্রমিক সেখানে কাজ করছিলেন। নবনির্মিত বিল্ডিংয়ের নীচে দৈনিক বাজার বসে। দুপুর হয়ে যাওয়ার ফলে সেভাবে লোক ছিল না আজ। অল্পের জন্য হলেও বড়সড় দুর্ঘটনা থেকে এড়ানো গেল।

আরও পড়ুন: Sealdah: “তাঁরাই দিচ্ছেন বাধা, যাঁদের জন্য কাজ করা হচ্ছে”, বিরক্ত রেল চিঠি দিচ্ছে মুখ্যমন্ত্রীর কাছে

ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। ঘটনাস্থলে রয়েছে রানাঘাট থানার পুলিশ ও দমকল বাহিনী। ধ্বংসস্তূপের নিচে কেউ নেই বলে পুলিশ সূত্রে খবর। ঘটনাস্থলে ছুটে আসেন পঞ্চায়েত সমিতির সদস্য প্রদীপ ঘোষ। তিনি জানান, ভ্রাতৃ সংঘ ক্লাব কোনওরকম অনুমোদন ছাড়াই এই বিল্ডিংয়ের কাজ করছিল। পুলিশকে বিষয়টি জানিয়েছে পরবর্তীকালে পদক্ষেপ নেওয়ার জন্য।

এই মুহূর্তে

আরও পড়ুন