পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চ ও সংগ্রামী যৌথ মঞ্চ শনিবার প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করা হয়, আগামী ২৮ শে জুলাই নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। প্রতিটি ক্ষেত্রে এক দুর্বিষহ অবস্থার মধ্য দিয়ে গোটা রাজ্যবাসী চলছে। গোটা রাজ্যজুড়ে আজ নারী নিরাপত্তা প্রশ্ন চিহ্নের মুখে। সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতির ফলে সমাজের সকল শ্রেণীর বঞ্চিতদের নিয়ে এবং সকলের ন্যায্য অধিকার আদায়ে এই নবান্ন চলোর ডাক দেওয়া হয়েছে। দুর্নীতির কারণে চাকরিপ্রার্থীরা যাঁরা এখনও বঞ্চিত তাঁদের অবিলম্বে স্বচ্ছভাবে স্থায়ী নিয়োগ করতে হবে, ২০১৬ এসএসসি প্যানেলের যোগ্যদের চাকরিতে পুনর্বহাল, সরকারি প্রতিষ্ঠানে কর্মরত অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ , অবিলম্বে সরকারি কর্মচারীদের সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বকেয়া ২৫ শতাংশ ডিএ মিটিয়ে দিতে হবে ও রাজ্যে ঘটে যাওয়া বিভিন্ন নারী নির্যাতনের বিরুদ্ধে নারী সুরক্ষা সহ কোলকাতার আইন কলেজে ছাত্রীর গণধর্ষণের বিচার পেতে একগুচ্ছ দাবিতে ২৮ শে জুলাই নবান্ন চলোর ডাক দেওয়া হয়েছে। আগে একবার ২১ শে এপ্রিল ২০২৫ নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিলো, সেখানে প্রশাসনের শীর্ষকর্তাদের সাথে একাধিক বৈঠকে প্রতিশ্রুতি দেওয়া হয় মুখ্যসচিবের সাথে বৈঠকের বন্দোবস্ত করে সমস্যার সমাধানে উদ্যোগী হবেন সরকার কিন্তু, তা সদিচ্ছার অভাবে আজও হয়নি এই অভিযোগ সাংবাদিক সম্মেলনে মঞ্চের পক্ষ থেকে করা হয়।এছাড়াও আগামী ২১ শে জুলাই ২১ শে আইনের দেশে ধর্মতলার শহীদ মিনার অবস্থান মঞ্চে বাংলার মেধা ও বাংলার শ্রমের শহীদ দিবস পালন করা হবে যৌথ মঞ্চের পক্ষ থেকে। এবার আরো অভিযোগ করা হয়েছে তাঁরা প্রশাসনের সাথে আর নবান্ন অভিযান নিয়ে কোনো বৈঠকে অংশগ্রহণ করবেন না। কোনো মৌখিক নির্দেশ নয়, নবান্ন থেকে যদি লিখিত নির্দেশ আসে সমস্যার সমাধানের জন্য আলোচনায় বসার তবেই তাঁরা সেই আলোচনায় বসবেন বলে জানিয়েছেন।
আরও পড়ুন: স্তব্ধ গড়িয়াহাট! প্রিজন ভ্যানে সুকান্ত, আটক একাধিক, অলিগলিতে BJP কর্মীদের খুঁজছে পুলিশ
পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চের আহ্বায়ক আশীষ খামরই বলেন ” যতক্ষণ পর্যন্ত মাননীয়া মুখ্যমন্ত্রী আমাদের সাথে বসে সমস্যার সমাধান করছেন,ততক্ষণ পর্যন্ত এই লড়াই চলবে”।
আরও পড়ুন: চরম ভোগান্তি! বাতিল বহু লোকাল; শনি ও রবিতে শিয়ালদহ-দমদম শাখায়
মঞ্চের আরেক আহ্বায়ক দেবাশীষ বিশ্বাস বলেন ” বাংলার বেকার মেধাযুক্ত যুবক যুবতীদের ন্যায্য চাকরি যে টাকার জন্য বিক্রি হয়ে গেছে, সেই চাকরি পেতে চাই। আইন ব্যবস্থা মাকড়সার জালের মতো বিছিয়ে গেছে যা গরিবদের ক্ষেত্রে যন্ত্রণাদায়ক হয়ে উঠছে, সরকার কোনো রকম সমাধানের উদ্যোগ নেয়না , সরকার নিজেরাই দুর্নীতি করে নিজেরাই আইনের বেড়াজালে ফেলে বেকারদের রাস্তায় ফেলে রাখছেন”।