Sunday, 3 August, 2025
3 August, 25
HomeকলকাতাAccident in Ultadanga Flyover: বেপরোয়া গতি! উল্টোডাঙা উড়ালপুলে ভোরের ‘জয়রাইড’ পরিণত দুঃস্বপ্নে

Accident in Ultadanga Flyover: বেপরোয়া গতি! উল্টোডাঙা উড়ালপুলে ভোরের ‘জয়রাইড’ পরিণত দুঃস্বপ্নে

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোর সাড়ে ৫টা নাগাদ ইএম বাইপাসের দিক থেকে হেলমেট ছাড়াই বাইকে যাচ্ছিলেন চার যুবক। তাঁদের কারও মাথাতেই হেলমেট ছিল না।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বেপরোয়া গতি আদতেই প্রাণঘাতী। ভোরের কলকাতায় ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। এক ঝটকায় চলে গেল দু’টি তরতাজা প্রাণ। জয়রাইডের মাশুল গুনল চার যুবক। সোমবার ভোর ৫টা ৪২ মিনিট নাগাদ এয়ারপোর্টগামী উল্টোডাঙ্গা উড়ালপুলে নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হন ওই যুবকরা।

আরও পড়ুন: ভারতকে কোহিনুর ফিরিয়ে দেওয়া হবে? ব্রিটেনের সংস্কৃতি মন্ত্রীর উত্তরে জল্পনা

বাইক নিয়ে সরাসরি উড়ালপুলের গার্ডরেলে গিয়ে ধাক্কা মেরে ছিটকে পড়ে তারা। তড়িঘড়ি স্থানীয়রা তাদের উদ্ধার করে আরজি কর হাসপাতালে নিয়ে গেলে দুই যুবককে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। অন্য দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার কবলে পড়া ওই চার যুবকের নাম শোয়েব, সোহেল, রহমান ও ফারুক। প্রত্যেকে বেনিয়াপুকুর থানা এলাকার বাসিন্দা। ভোরবেলা জয়রাইডের অছিলায় একটা বাইকে চেপে হেলমেট ছাড়াই নেমে পড়েছিলেন রাস্তায়। শুধু তা-ই নয়, কলকাতা থেকে এয়ারপোর্টের পথ ফাঁকা পেয়ে ‘আগুনের গতিতে’ ছোটাচ্ছিল বাইকটি। যার মাশুলও গুনতে হল ক্ষণিকের মধ্যেই। নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালপুলের গার্ডরেলে ধাক্কা মারে বাইকটি। ছিটকে গিয়ে পড়েন চার যুবক।

আরও পড়ুন: জঙ্গিদের ডেরা চেনাতে গিয়েই কুলগামে নদীতে ঝাঁপ যুবকের, ড্রোনের ফুটেজ দেখাল পুলিশ

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, গতরাতে একটি বার্থ ডে পার্টিতে অংশগ্রহণ করেছিলেন তারা। তারপর ভোররাতেই বেরিয়ে পড়েন কলকাতা থেকে এয়ারপোর্টের উদ্দেশে। কিন্তু গন্তব্যস্থলে পৌঁছনোর আগেই চলে গেল তরতাজা দু’টি প্রাণ।

এই মুহূর্তে

আরও পড়ুন