Wednesday, 30 April, 2025
30 April, 2025
Homeদক্ষিণবঙ্গTigress Zeenath: বাঘ বন্দীর খেলা শেষ শেষপর্যন্ত, শেষ হল দিন সাতেকের লুকোচুরি

Tigress Zeenath: বাঘ বন্দীর খেলা শেষ শেষপর্যন্ত, শেষ হল দিন সাতেকের লুকোচুরি

দিন সাতেকের লুকোচুরি শেষে রবিবার দুপুরে বাঁকুড়ার জঙ্গলে ধরা পড়ল ওড়িশা থেকে আসা বাঘিনি

৯ দিন ধরে বাংলার বনকর্মীদের এক্কেবারে লেজে খেলিয়েছে জিনাত। অবশেষে ধরা পড়ল সে। অবশেষে ঘুম পাড়ানি গুলিতে কাবু হয়েছে জিনাত। শুক্রবার রাতে পুরুলিয়ার রাইকা জঙ্গল থেকে বাঁকুড়ার মুকুটমণিপুরের উদ্দেশে রওনা দেয়। শনিবার রাতে জিনাত ছিল বাঁকুড়ার গোঁসাইডিহিতে। রাতেই জিনাতকে লক্ষ্য করে তিনটি ঘুমপাড়ানি গুলি ছোড়া হয়েছিল। কিন্তু তাতে কাবু করা যায়নি। রবিবার বিকাল ৩.৫৮ মিনিটে চতুর্থ ঘুমপাড়ানি গুলি ছোড়েন বনকর্মীরা। তাতেই বাগে আসে সে।

আরও পড়ুন: Siliguri Pride Walk: বিক্রি করবেন না অনুরোধ করলেন “প্রাইড ওয়াক” করা স্বেচ্ছা সেবী সংস্থার কর্মীরা

গোঁসাইডিহি এলাকায় গোটা জঙ্গল ঘিরে ফেলে জায়গায় জায়গায় আগুন লাগিয়ে জ়িনতকে খাঁচাবন্দি করার কৌশল নেওয়া হয়েছিল। সেই কৌশলেই সাফল্য আসে। অবশেষে বনকর্মীদের জালে ধরা পড়ে বাঘিনি।

আরও পড়ুন: Indian History: বাহাদুর শাহ জাফরের বংশধরদের ভরণ-পোষণ কেন করত ব্রিটিশ সরকার?

গত ১৫ নভেম্বর মহারাষ্ট্রের তাডোবা-আন্ধারি ব্যাঘ্র প্রকল্প থেকে বাঘিনিকে ওড়িশার ময়ূরভঞ্জ জেলার সিমলিপাল ব্যাঘ্র প্রকল্পে আনা হয়। তিন বছরের জিনাতকে কয়েক দিন ছিল ঘেরাটোপে। পর্যবেক্ষণের পরে রেডিয়ো কলার পরিয়ে ২৪ নভেম্বর তাকে সিমলিপাল ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ছাড়া হয়। তার পরেই ঝাড়খণ্ডে ঢোকে জিনাত। শুরু হয় জিনাতের ভ্রমণ। সেখান থেকে বাংলায় ডেরা। ২০০ কিলোমিটার দৌড়ে ২০ ডিসেম্বর ঢুকে পড়ে বেলপাহাড়ির কটাচুয়ার জঙ্গল। সেদিন আরও ১২ কিলোমিটার পথে পেরিয়ে পৌঁছে যায় বেলপাহাড়ির তেলিঘানার জঙ্গল। এরপরের দিন ১০ কিলোমিটার উজিয়ে পৌঁছে যায় বান্দোয়ানের রাইকা পাহাড়ে।  তারপর আবার সেখান থেকে বাঁকুড়ার মুকুটমণিপুরে। শেষ দুদিনে সেখানেই ছিল জিনাত। অবশেষে পড়ল ধরা।

এই মুহূর্তে

আরও পড়ুন