সাতসকালে ভয়ঙ্কর দুর্ঘটনা। নিমতলা ঘাট এলাকায় গঙ্গায় তলিয়ে গেল আস্ত একটা গাড়ি! পুলিশ গাড়িটি উদ্ধার করার চেষ্টা করছে। কীভাবে গাড়িটি গঙ্গায় পড়ল এবং তলিয়ে গেল?
আরও পড়ুনঃ কৃষ্ণা দশমীতে শুভ যোগের সঙ্গে শুক্লা যোগ; জীবনে বড় চমক এই চার রাশির
বৃহস্পতিবার সকালে নিমতলা এলাকার স্থানীয় বাসিন্দারা হঠাৎ দেখেন, গঙ্গায় কিছু একটা তলিয়ে যাচ্ছে। ভাল করে দেখলে, দেখতে পান সেটি একটি গাড়ি। এই গাড়িটি প্রায় মাঝ গঙ্গায় রয়েছে। ক্রমে তলিয়ে যায় গাড়িটি।
গঙ্গার মাঝখানে গাড়ি ডুবতে দেখেই খবর দেওয়া হয়েছিল পুলিশে। সঙ্গে সঙ্গেই আসে পুলিশ। ট্রাফিক গার্ড ও জোরবাগান থানার পুলিশ ইতিমধ্য়েই গাড়িটিকে উদ্ধার করার চেষ্টা করছে। গাড়ির ভিতরে কোনও চালক বা যাত্রী ছিল কি না, তা জানা যায়নি।
আরও পড়ুনঃ বাংলা এসেছেন কর্তারা, সব কাগজ রয়েছে তো? আধার কার্ড কি মান্যতা পাবে?
গাড়িটি উদ্ধারের পরই জানা যাবে। কীভাবে গাড়িটি গঙ্গায় গড়িয়ে গেল, তা নিয়েও প্রশ্ন উঠেছে। গাড়িটি পাড় থেকে বেশ কিছুটা দূরত্বে রয়েছে। কীভাবে গাড়িটি তলিয়ে গেল, তা নিয়েও ধোঁয়াশা তৈরি হচ্ছে।
পরে জানা যায়, এক ব্যক্তি তাঁর মাকে নিয়ে ভূতনাথ মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। গাড়িটি ফাঁকা অবস্থায় দাঁড় করানো ছিল। পুলিশের অনুমান, হ্যান্ডব্রেক দেওয়া ছিল না গাড়িতে। সেই কারণে ঢাল বেয়ে গাড়িটি গঙ্গার দিকে গড়িয়ে যেতে শুরু করে। গঙ্গার পাড়ে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকজন গাড়িটি আটকানোর চেষ্টা করে, কিন্তু গাড়িটি সোজা গঙ্গায় তলিয়ে যায়।