Saturday, 13 September, 2025
13 September
বাংলা কাউন্টডাউন টাইমার
বঙ্গবার্তা
Homeউত্তরবঙ্গCooch Behar: লুকিয়ে পাড়ার মহিলাদের স্নানের ভিডিও! ধরা পড়ল যুবক!

Cooch Behar: লুকিয়ে পাড়ার মহিলাদের স্নানের ভিডিও! ধরা পড়ল যুবক!

পরিস্থিতি থেকে বাঁচতে ফিনাইল খেয়ে আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহার শহরে

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সোমেন দত্ত, কোচবিহারঃ

লুকিয়ে পাড়ার মহিলাদের স্নানের ভিডিও করতে গিয়ে ধরা পড়ল এক যুবক! এহেন পরিস্থিতি থেকে বাঁচতে ফিনাইল খেয়ে আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহার শহরে।

দীর্ঘদিন ধরেই বছর বত্রিশের ওই যুবক লুকিয়ে প্রতিবেশী মহিলাদের অশ্লীল ভিডিও তৈরি করত বলে অভিযোগ। সোমবার শৌচালয়ের ভেন্টিলেটর দিয়ে এক মহিলার স্নানের ভিডিও করতে গিয়ে সে ধরা পড়ে যায়। পরিস্থিতি বেগতিক দেখে ফিনাইল খেয়ে আত্মহত্যার চেষ্টা করে অভিযুক্ত। খবর পেয়ে নিউডাবরি এলাকা থেকে  অভিযুক্তকে উদ্ধার করে এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে পুলিশ। বর্তমানে সে ওখানেই  চিকিৎসাধীন। পুলিশ সূত্রে জানা গেছে, সুস্থ হওয়ার পর তার মুখ থেকে পুরো ঘটনার কথা শোনা হবে। তারপরই নেওয়া হবে পদক্ষেপ। এদিকে যুবকের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন এলাকার মহিলারা।

আরও পড়ুনঃ ‘পরীক্ষা কোনও পিকনিক নয়’, ‘পরীক্ষা পিছোবে না’ সিদ্ধান্তে অনড় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য

স্থানীয় মহিলারা অভিযোগের সুরে বলেন, ‘আমরা স্নান করতে গেলে ও ছাদ থেকে নজর রাখত। এদিন ভেন্টিলেটর দিয়ে ভিডিও করছিল। ধরা পড়ার পর মোবাইল কেড়ে দেখা যায় সেখানে অনেক অশ্লীল ভিডিও করেছে। ওর কঠোর শাস্তি চাই। ওই যুবকের স্ত্রী, সন্তান রয়েছে। তবুও দীর্ঘদিন ধরেই ও এ ধরনের ঘটনার সঙ্গে যুক্ত।’

আরও পড়ুনঃ ‘ওয়াশিংটনের কাছে মাথা নত করব না’ হুঙ্কার মোদির

স্থানীয় বাসিন্দা রতন চক্রবর্তীর বক্তব্য, ‘এর আগেও পাশ্ববর্তী এলাকার একটি মেয়ের সঙ্গে দুর্ব্যবহারের জন্য ওর বিরুদ্ধে সবাই সরব হয়েছিল। ফের এ ধরনের ঘটনা করেছে। কেউ যাতে ওকে কিছু না বলতে পারে সেজন্য  শরীরে ফিনাইল ছিটিয়ে আত্মহত্যার অভিনয় করেছে।’

তবে এদিনের ঘটনার পর কার্যত অচৈতন্য অবস্থায় ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

এই মুহূর্তে

আরও পড়ুন