Thursday, 16 October, 2025
16 October
HomeকলকাতাTMC: ২৬- এর আগে তৃণমূলের ‘টার্গেট’ তরুণ ব্রিগেড! 'আমি বাংলার ডিজিটাল যোদ্ধা!'...

TMC: ২৬- এর আগে তৃণমূলের ‘টার্গেট’ তরুণ ব্রিগেড! ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা!’ প্রচার অভিষেকের

এবার ছাব্বিশের ভোটের আগে তৃণমূলের ‘টার্গেট’ তরুণ ব্রিগেড।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

দেবজিৎ মুখার্জি, কলকাতা:

‘দিদিকে বলো’ , ‘বাংলা নিজের মেয়েকে চায়’, ‘জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন’— গত বেশ কয়েকটা নির্বাচনের আগে এই ধরনের স্লোগান ক্যাম্পেইনের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়ার পথ বেছে নিয়েছিল তৃণমূল। এবার ফের দামামা বেজেছে রাজ্যে বিধানসভা নির্বাচনের। বছর ঘুরলেই যুদ্ধ শুরু। তার আগে ফের একটি নতুন ক্যাম্পেইন নিয়ে হাজির রাজ্যের শাসকদল। 

আরও পড়ুনঃ বাংলায় রাষ্ট্রপতি শাসন! আবারও সুর চড়ালেন শুভেন্দু

বৃহস্পতিবার সেই নতুন ক্যাম্পেইনের উদ্বোধন করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সমাজমাধ্যমে এই নতুন প্রচারের কথা পোস্ট করেছেন তিনি। ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’ ( https://abdigitaljoddha.com/register?utm_id=1023 ) নামে নতুন এই ক্যাম্পেইনের মাধ্যমে রাজ্যের তরুণ প্রজন্মের ভোটারদের কাছে পৌঁছে যাওয়াই শুধু নয়, বাংলা বিরোধীদের বিরুদ্ধে জনমত গঠনও করা হবে। এদিন এই নতুন ক্যাম্পেইনের শুরু করে অভিষেক বলেন, ‘যে তরুণ-তরুণী বাংলার অপবাদ সহ্য করতে চান না, তাঁদের সকলের জন্য এটা একটি আহ্বান।’  

বস্তুত, আজকের এই ডিজিটাল যুগে লড়াইটা শুধু আর সামনাসামনি নয়, লড়াই ছড়িয়ে পড়েছে অনলাইন মাধ্যমেও। রিলস্, শর্টস, ফেসবুক, ইউটিউব, পডকাস্ট— ইত্যাদির মাধ্যমে যে যত বেশি সক্রিয়, তার ‘রিচ’ তত বেশি। আর যত বেশি ‘রিচ’, জনমত গঠনে তার ভূমিকাও তত বেশি সফল বলেই মনে করা হয়।  এই অবস্থায় দাঁড়িয়ে একাধিক ফেসবুক পেজ, ব্লগ থেকে দলের বক্তব্য প্রচারে বিশেষ নজর দিয়েছে প্রায় প্রতিটা রাজনৈতিক দল। পিছিয়ে নেই তৃণমূল কংগ্রেস‌ও। তবে এবার শুধুমাত্র নির্দিষ্ট কিছু ‘হ্যান্ডল’-এর মাধ্যমে নয়, সার্বিকভাবে রাজ্যের তরুণ প্রজন্মকেই এই যুদ্ধে সামিল করার জন্যই অভিষেকের এই নতুন ক্যাম্পেইন।

আরও পড়ুনঃ বাংলা এসেছেন কর্তারা, সব কাগজ রয়েছে তো? আধার কার্ড কি মান্যতা পাবে?

অভিষেকের অভিযোগ, ‘বাংলাকে আজ চূড়ান্তভাবে অপমান করা হচ্ছে। বাংলা বিরোধী বহিরাগত জমিদাররা(অভিষেকের মতে বিজেপি) মিথ্যা প্রচারের জোরে টিকে রয়েছে।’তাই বাংলার পরিচয় রক্ষা ও সত্য প্রতিষ্ঠার লক্ষ্যে ডিজিটাল মাধ্যমকেই হাতিয়ার করতে হবে বলে জানিয়ে অভিষেকের আহ্বান, ‘ এবার আমাদের দায়িত্ব বাংলার অধিকার, মর্যাদা ও সত্যের পক্ষে দাঁড়ানো। বিজেপির মিথ্যা প্রচারের বিরুদ্ধে লড়াই করা। তাই আমি শুরু করছি, আমি বাংলার ডিজিটাল যোদ্ধা। এটি বাংলার যুবশক্তির নেতৃত্বে গড়ে ওঠা এক ডিজিটাল আন্দোলন, যার লক্ষ্য বাংলার পরিচয় রক্ষা ও বিশ্বজুড়ে বাংলার অগ্রগতির বার্তা পৌঁছে দেওয়া।’

‘লক্ষ্মীর ভাণ্ডার’, ‘কন্যাশ্রী’, ‘রূপশ্রী’ প্রভৃতি রাজ্য সরকারের বেশ কিছু প্রকল্প ইতিমধ্যেই রাজ্যের মহিলা ভোটারদের তৃণমূলমুখী করে রেখেছে, গত কয়েকটা নির্বাচনের ফলাফলের দিকে নজর দিলে সেটাই প্রমাণিত হয়। ফলে ২০২৬ এর নির্বাচনে রাজ্যের যুব সমাজকে তৃণমূলের নতুন এই ক্যাম্পেইনের মাধ্যমে নিজেদের দিকে টানার কৌশল বলেই মনে করা হচ্ছে।

এই মুহূর্তে

আরও পড়ুন