‘SIR-এ আপত্তি নেই, করুক। কিন্তু আগে লোকসভা ভেঙে দিক‘, মঙ্গলবার দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার সময় এই সুরেই হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন ফের দলীয় সাংসদদের সঙ্গে দিল্লিতে মধ্যাহ্নভোজের বৈঠকে যোগ দেবেন অভিষেক। জানা গিয়েছে, নয়াদিল্লির পার্টি অফিসে হবে বৈঠক। থাকবেন সাংসদ কল্য়াণ বন্দ্যোপাধ্য়ায়ও।
আরও পড়ুনঃ পুলিশের বিরুদ্ধে FIR দায়ের, তিলোত্তমার বাবার
আর সেই বৈঠকে যোগদানের আগে অভিষেকের মুখে সোমের প্রতিবাদের কথা। এদিন সাংসদ বলেন, “আপনারা দেখেছেন গতকালের মিছিল শান্তিপূর্ণ ছিল। লোকসভা, রাজ্যসভা মিলিয়ে মোট ৩০০ জন জনপ্রতিনিধি ছিলেন। এতদিন পরেও আমাদের কেন ডিজিটাল ভোটার লিস্ট দেওয়া হবে না? কেন জোর করে এসআইআর করা হবে? এই সকল প্রশ্ন নিয়েই কমিশনের সদর দফতরে মিছিল করেন বিভিন্ন বিরোধী দলের সাংসদরা। কিন্তু ওদের ঢুকতে দেওয়া হয়নি। পুলিশের বর্বরতা, অতিসক্রিয়তা মানুষ দেখেছেন। আমরা যখন কেন্দ্র্রীয় বঞ্চনা নিয়ে প্রতিবাদ করেছিলাম তখনও স্বরাষ্ট্রমন্ত্রীর পুলিশ একই ভাবে মিছিলে যোগদানকারীদের উপর চড়াও হয়েছিল। নিগ্রহ করেছিল।“
আরও পড়ুনঃ দুই গোষ্ঠী, প্রাক্তন-বর্তমান! শিলিগুড়িতে ভাবাচ্ছে তৃণমূলকে
এরপরেই ‘লোকসভা ভেঙে দেওয়ার‘ প্রসঙ্গ শোনা যায় অভিষেকের মুখে। সাংসদ বলেন, “কমিশনের সব দাবি যদি মেনেনি, তা হলে বলতে হবে, এই ভোটার লিস্টের ভিত্তিতেই দেশে লোকসভা নির্বাচন হয়েছিল। এই ভোটার লিস্টের ভিত্তিতেই দেশে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তা হলে ওনারা সবার প্রথমে পদত্যাগ করুক। এই তালিকার ভিত্তিতেই বিজেপি মাস ছয়েক আগে দু–চারটি রাজ্যে ক্ষমতায় এসেছে। ওখানে পদত্যাগ করানো হোক। আমরাও পদত্যাগ করব। লোকসভা ভেঙে দিক। তারপর সারাদেশে SIR করাক। নতুন তালিকায় আবার নির্বাচন হোক। আপনারা দৃষ্টান্ত স্থাপন করুন।“