Saturday, 5 July, 2025
5 July, 2025
Homeদক্ষিণবঙ্গNadia Accident: গাড়ি থেকে উদ্ধার ৭টি লাশ! সাত সকালে মারুতি গাড়িকে পিষে...

Nadia Accident: গাড়ি থেকে উদ্ধার ৭টি লাশ! সাত সকালে মারুতি গাড়িকে পিষে দিল বাস

গ্রামবাসীরা ছুটে গিয়ে দেখেন মারুতিতে থাকা সব যাত্রীরা রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। পুলিশ গিয়ে গাড়ির ভিতর থেকে মৃতদেহগুলি উদ্ধার করে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সাত সকালে ভয়াবহ দুর্ঘটনা। বাস ও মারুতি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত সাত। মঙ্গলবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটে নদিয়ার করিমপুরে। খবর পেয়ে গ্রামবাসীরা ছুটে গিয়ে দেখেন মারুতিতে থাকা সব যাত্রীরা রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। পুলিশ গিয়ে গাড়ির ভিতর থেকে সাতজনের দেহ উদ্ধার করে।

আরও পড়ুন: অ্যাডভেঞ্চারের মাসুল দেবে প্রকৃতি! তিস্তাকে নিংড়ে বিনোদনের পশরা

জানা গিয়েছে, বাসটি কলকাতা থেকে করিমপুরের দিকে যাচ্ছিল। অন্যদিকে, মারুতি গাড়িটি আসছিল কলকাতার দিকে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, গাড়িতে থাকা যাত্রীরা চিকিৎসার জন্য কলকাতায় আসছিলেন। বেপরোয়া গতির জেরেই এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সজোরে মারুতি ভ্যানে ধাক্কা লাগে  ঘটনাস্থলেই মারুতি ভ্যানটি দুমড়ে মুচড়ে যায়। বিকট আওয়াজ পেয়ে ছুটে যায় এলাকাবাসীরা। বাসযাত্রীরাও ঘটনাস্থলেই যান।

আরও পড়ুন: নজরে নীলবাড়ির লড়াইও! উত্তরবঙ্গের শিল্পবৈঠকে দরাজ মমতা, একগুচ্ছ প্রকল্প উদ্বোধন, নতুন বিনিয়োগেরও ঘোষণা

রক্তাক্ত অবস্থায় মারুতি গাড়ির যাত্রীদের উদ্ধার করে করিমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ৫ জনকে মৃত বলে ঘোষণা করেন। একজন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় করিমপুর থানার পুলিশ। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। পুলিশ খতিয়ে দেখছে।

এই মুহূর্তে

আরও পড়ুন