spot_img
Friday, 16 January, 2026
16 January
spot_img
Homeদক্ষিণবঙ্গAccident on Belgharia Expressway: স্কুটিতে ধাক্কা ট্রাকের; লরির ধাক্কায় তিন জনেরই মৃত্যু 

Accident on Belgharia Expressway: স্কুটিতে ধাক্কা ট্রাকের; লরির ধাক্কায় তিন জনেরই মৃত্যু 

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

স্কুটির পিছনে ট্রাকের ধাক্কা। গুরুতর জখম অবস্থায় স্কুটির ৩ আরোহীকে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো গেল না। রবিবার সন্ধেয় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে এয়ারপোর্ট তিন নম্বর গেটের সামনে বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে। ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন: North 24 Pargana: বেনজির ঘটনা সিপিএমে! কোন্দল চরমে, ভোটে হারলেন সিপিএম জেলা সম্পাদক

জানা গিয়েছে, এদিন সন্ধেয় বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে স্কুটিতে করে যাচ্ছিলেন এক দম্পতি ও তাঁদের বছর চোদ্দোর কন্যা। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, স্কুটিতে থাকা তিনজন সার্ভিস রোড থেকে ফ্লাইওভার ধরার জন্য পার হচ্ছিল। উল্টোদিকে দক্ষিণেশ্বরের দিক থেকে একটি ট্রাক এসে সজোরে ধাক্কা মারে। স্কুটি থেকে নিচে ছিটকে পড়েন ওই দম্পতি ও তাঁদের কন্যা। ট্রাকের গতি এতটাই ছিল যে টালক ব্রেক কষলে তা ওই তিনজনকে ধাক্কা মেরে বেশ কিছুটা এগিয়ে যায়।

দুর্ঘটনার পর আহত তিনজনকে বারাসত স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তিনজনকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম জয়দীপ দাশগুপ্ত (৫১), নিপা দাশগুপ্ত (৪১) এবং সৃজনী দাশগুপ্ত(১৪)। জয়দীপবাবু পেশায় শিক্ষক ছিলেন। দুর্গানগরে ভাড়া বাড়িতে পরিবার নিয়ে থাকতেন। তাঁদের আদি বাড়ি বিরাটির নবজীবন কলোনিতে।

আরও পড়ুন: UTUC: ইউটিইউসি কেন্দ্রীয় কমিটির বিবৃতি

পুলিশ ট্রাকটিকে আটক করেছে। ঘাতক ট্রাকের চালক মদ্যপ ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে, দুর্ঘটনার পর ওই এলাকায় যানজট হয়। বিমানবন্দরমুখী যানবাহন চলাচল ব্যাহত হয়। তবে ট্র্যাফিক পুলিশ দ্রুততার সঙ্গে যানজট স্বাভাবিক করার চেষ্টা করে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এখানে বেপরোয়াভাবে যান চলাচল করে।

এই মুহূর্তে

আরও পড়ুন