Wednesday, 30 April, 2025
30 April, 2025
HomeকলকাতাGangasagar Mela: গঙ্গাসাগর মেলায় নিরাপত্তা ও পরিষেবায় নজর প্রশাসনের

Gangasagar Mela: গঙ্গাসাগর মেলায় নিরাপত্তা ও পরিষেবায় নজর প্রশাসনের

মকর সংক্রান্তির পুণ্যলগ্নে গঙ্গাসাগর মেলা ২০২৫ অনুষ্ঠিত হবে

সৌরভ দত্ত,কলকাতা:

মকর সংক্রান্তির পুণ্যলগ্নে গঙ্গাসাগর মেলা ২০২৫ অনুষ্ঠিত হবে। পুণ্যস্নান উপলক্ষ্যে লক্ষ-লক্ষ পুণ্যার্থীর ভিড় থাকবে সাগরদ্বীপে। সোমবার আলিপুরে উচ্চপর্যায়ের সাংবাদিক বৈঠক করে মেলার প্রস্তুতি ও পুণ্যার্থীদের জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানালেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্তা, সুন্দরবনের পুলিশ সুপার কোটেশ্বর রাও। মেলার নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করেছেন তাঁরা। আগামী ৬ জানুয়ারি গঙ্গাসাগর মেলার প্রস্তুতির কাজ খতিয়ে দেখতে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

আরও পড়ুন: Kolkata: স্টার থিয়েটারের নাম বদল, হল বিনোদিনী থিয়েটার

সাংবাদিক সম্মেলনে জেলাশাসক এবং পুলিশ কর্তা জানান, তীর্থযাত্রীদের সুবিধার্থে ৮০ লক্ষের বেশি জলের পাউচের ব্যবস্থা করা হয়েছে। ৪৮টি ওয়াটার ভেন্ডিং মেশিন লাগানো হয়েছে। যাতে কোনওরকম জলের সমস্যা না হয়। মেলায় থাকছে সিভিল ডিফেন্স টিম। থাকছে ক্যুইক রেসপন্স টিম। ইসরোর সহায়তায় স্যাটেলাইট ট্র্যাকিং, জিপিএস ট্র্যাকিং এবং ড্রোনের মাধ্যমে নজরদারি বাড়ানো হচ্ছে। থাকছে ভারতীয় নৌবাহিনী ও রাজ্য এবং কেন্দ্রের বিপর্যয় মোকাবিলা বাহিনী। ১২টি অস্থায়ী দমকল দপ্তর করা হচ্ছে। লট-৮ থেকে কচুবেড়িয়া ড্রেজিংয়ের কাজ চলছে পুরোদমে।

গঙ্গাসাগর মেলাকে গ্রিন ও ক্লিন রাখতে তৎপর প্রশাসন। ১২ হাজারের বেশি শৌচাগারের ব্যবস্থা থাকছে। মেলা চলাকালীন ৯ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত সরকারি ও বেসরকারি কর্মী এবং সংবাদমাধ্যমের কর্মীদের জন্য থাকছে ৫ লক্ষ টাকার বিমা কভারেজ। ১৭ জানুয়ারি সাগর মেলার আনুষ্ঠানিক সমাপ্তি অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: Kolkata: আন্তর্জাতিক সাহিত্য দিশারী-র সাংস্কৃতিক সন্ধ্যা

এবছর মেলায় থাকছে প্রায় ১৩ হাজার পুলিশকর্মী। পড়শি দেশের অস্থিরতা এবং জঙ্গি-অনুপ্রবেশকারীর কথা মাথায় রেখে নদী ও সমুদ্রবক্ষে নিরাপত্তা কঠোর করা হচ্ছে। মেলা চলাকালীন স্নিফার ডগের সঙ্গে প্রস্তুত থাকবে বম্ব ডিসপোজাল স্কোয়াড। কলকাতা থেকে মেলায় পৌঁছতে বাস, ভেসেল, লঞ্চ পরিষেবা পর্যাপ্ত রাখা হচ্ছে। ২৫০০ বাস থাকছে। ২১ টি জেটি (স্থায়ী এবং অস্থায়ী মিলিয়ে) চালু থাকবে। ১০০টি কাঠের লঞ্চ এবং ৩২ টি ভেসেল থাকছে। লট-৮ এবং নামখানা থেকে পুণ্যার্থীদের কচুবেড়িয়া এবং বেণুবনে পৌঁছে দেওয়া হবে। ১৪ জানুয়ারি সকাল ৬টা ৫৮ মিনিটে শুরু হবে পুণ্যস্নান, যা পরদিন ১৫ জানুয়ারি সকাল ৬টা ৫৮ মিনিট পর্যন্ত চলবে।

এই মুহূর্তে

আরও পড়ুন