Thursday, 1 May, 2025
1 May, 2025
HomeবিনোদনAfran Nisho: ‘দাগি’ সিনেমার খবর দিলেন নিশো, নায়িকা দুজন

Afran Nisho: ‘দাগি’ সিনেমার খবর দিলেন নিশো, নায়িকা দুজন

‘দাগি’র অ্যানাউন্সমেন্ট টিজার প্রকাশ হয়েছে

অভিনেতা আফরান নিশো ‘দাগি’ নামের একটি সিনেমা করছেন-এমন খবর শোনা যাচ্ছিল কয়েক মাস ধরে। আর সিনেমাটি বানাচ্ছেন শিবাব শাহীন। তবে পরিচালক তখন বলেছিলেন, ‘দাগি’ নিয়ে তথ্য জানতে কিছুদিন অপেক্ষা করতে হবে।

অবশেষে অপেক্ষা শেষ হয়েছে। নিশোর জন্মবার্ষিকীতে রোববার ‘দাগি’ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং ওটিটি প্ল্যাটফর্ম চরকি।

আরও পড়ুন: প্রশাসনের জেদ বনাম খনি বিরোধিতার তেজ

প্রযোজনা প্রতিষ্ঠান এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘দাগি’র অ্যানাউন্সমেন্ট টিজার প্রকাশ হয়েছে। যেখানে দেখা গেছে নায়ক নিশোর এই সিনেমায় আছেন দুই নায়িকা; তারা হলেন তমা মির্জা ও সুনেরাহ বিনতে কামাল। ‘দাগি’ মুক্তি পাবে আগামী রোজার ঈদে।

দীর্ঘদিন পর্দায় অনুপস্থিত থাকা নিয়ে অ্যানাউন্সমেন্ট টিজারে কথা বলেন নিশো। নিশোকে বলতে শোনা যায়, “এতদিন নাকি অনেক খুঁজতেছিলা? এত সহজে খুঁজে পাইলে কি আর ‘দাগি’ হয়? ক্যালেন্ডারে দাগ কাইটা রাখো, এই দাগির সঙ্গে দেখা হবে ঈদে! একটা কথা মনে রাখবা, তোমাদের সঙ্গে দেখা হবে সিনেমা হলে, ক্লিয়ার।”

আরও পড়ুন: ভুয়া ভোটার নিয়ে সরব মেয়র ও ডেপুটি মেয়র

জানা গেছে, দাগিতে নিশো-তমাই থাকছেন প্রধান দুই চরিত্রে। সুনেরাহকে দেখা যাবে বিশেষ একটি চরিত্রে। তবে সিনেমার শুটিং কবে হবে, কোন কোন জায়াগায় হবে, সে সব নিয়ে এখনই তথ্য ফাঁস করতে নারাজ প্রযোজনা প্রতিষ্ঠান।

এই মুহূর্তে

আরও পড়ুন