Tuesday, 14 October, 2025
14 October
Homeদক্ষিণবঙ্গWeddings: এক বউ কি বেশিদিন ভাল লাগে? তাই বারবার বিয়ে; ধর্নায় ৬...

Weddings: এক বউ কি বেশিদিন ভাল লাগে? তাই বারবার বিয়ে; ধর্নায় ৬ নম্বর

স্বামীর অধিকার পেতে ধর্নায় ৬ নম্বর বউ

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

একটা বা দুটো বিয়ে নয়। নেশা একটাই তা হল একাধিক বিয়ে করার। সেই মতো ৬টি বিবাহ বন্ধনে আবদ্ধ। আর স্বামীর অধিকার ফিরে পেতে ৬ নম্বর গৃহবধূ হাজির শ্বশুর বাড়ির সামনে। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের হরিহরপাড়াতে।

আরও পড়ুনঃ ২১১ রুটের বাস, ওভারটেক একে অপরকে; কেষ্টপুর ভিআইপিতে পথ দুর্ঘটনায় মৃ*ত্যু

জানা গিয়েছে, ছয় মাসের গর্ভবতী স্ত্রীকে ঘর থেকে তাড়ানোর অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে হরিহরপাড়া থানার ধরমপুর এলাকায়। অভিযোগের তির স্বামীর বিরুদ্ধে। গৃহবধূর অভিযোগ, বিহারের কাটিহার থেকে বিয়ে করে নিয়ে আসা হয় স্ত্রীকে গর্ভবতী অবস্থায়।

গত চার দিন আগে বাড়ি থেকে বের করে দেয় বলে অভিযোগ। বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পর অসহায় গর্ভবতী মহিলা কখনও স্কুলের বারান্দায়, কখনও বা প্রতিবেশীদের দরজায় আশ্রয় নিচ্ছেন।

ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, গুনধর জামাল শেখ একাধিকবার বিয়ে করেছ। সংখ্যাটি পাঁচ থেকে ছয়। প্রতিবারই একই পদ্ধতিতে বিয়ে করে স্ত্রীদের ছেড়ে দেয়। তাঁর নেশা একাধিক বিয়ে করে কিছুদিন সংসার করে আবার নতুন করে বিয়ে করার।

আরও পড়ুনঃ ‘অদূরদর্শী ভাবনা, আগে দেশপ্রেমিক হয়ে উঠুন’; বিক্ষোভের অনুমতি চেয়ে বম্বে হাই কোর্টে ধমক খেল সিপিএম

এই ঘটনার পর বিষয়টি সামনে আসতেই স্থানীয়দের উদ্যোগে বিষয়টি মিটমাট করতে সালিশি সভাও হয়। কিন্তু তাতেও রাজি হয়নি গুনধর স্বামী। শেষমেশ আজকে সকাল থেকেই স্বামীর বাড়ির গেটের সামনে ধর্নায় বসেন ওই গর্ভবতী মহিলা। তাঁর সাফ দাবি, আমাকে স্ত্রীর মর্যাদা দিতেই হবে। এই ঘটনা ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

তবে গুনধর স্বামী একের পর বিবাহের ইচ্ছে তারপরে সংসার করে না স্ত্রীর সঙ্গে। এই কান্ডে হৈ চৈ পড়ে গিয়েছে গোটা এলাকায়।

এই মুহূর্তে

আরও পড়ুন