spot_img
Friday, 16 January, 2026
16 January
spot_img
Homeআন্তর্জাতিক নিউজIndo-Bangladesh: ঢাকা-দিল্লি সম্পর্কে চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ

Indo-Bangladesh: ঢাকা-দিল্লি সম্পর্কে চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বাংলাদেশ ও ভারত যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হচ্ছে, তা স্বীকার করেছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এ চ্যালেঞ্জগুলো মোকাবিলায় একসঙ্গে কাজ করার প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেছেন তারা।

গতকাল ওমানের রাজধানী মাস্কাটে ইন্ডিয়ান ওশান কনফারেন্সের সাইডলাইনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন বৈঠক করেন।

আরও পড়ুন: Accident on Belgharia Expressway: স্কুটিতে ধাক্কা ট্রাকের; লরির ধাক্কায় তিন জনেরই মৃত্যু 

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে পারস্পরিক উদ্বেগ ও স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করেছেন তৌহিদ হোসেন ও জয়শঙ্কর। ২০২৪ সালে সেপ্টেম্বরে জাতিসংঘ সম্মেলনের সাইডলাইনে তাদের শেষ বৈঠকের কথা স্মরণ করে উভয়ই উল্লেখ করেন, তখন থেকে দুই দেশ বিভিন্ন দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করেছে।

বৈঠকে উভয়পক্ষই উল্লেখ করে, আগামী ১৮-২০ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে দুই দেশের বর্ডার গার্ড ফোর্সের মহাপরিচালক পর্যায়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। তারা আশা করেন, বৈঠকে সীমান্ত সম্পর্কিত বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা এবং সমাধান করা হবে।

উভয়পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে দুই প্রতিবেশী যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হচ্ছে, তা স্বীকার করেছে এবং সেগুলো মোকাবিলায় একসাথে কাজ করার প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেছে।

আরও পড়ুন: North 24 Pargana: বেনজির ঘটনা সিপিএমে! কোন্দল চরমে, ভোটে হারলেন সিপিএম জেলা সম্পাদক

পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গঙ্গার জল  বণ্টন চুক্তি পুনরায় নবায়নে আলোচনা শুরু করার গুরুত্বের ওপর জোর দিয়েছেন। তিনি সার্কের স্থায়ী কমিটির বৈঠকের গুরুত্বও তুলে ধরেন এবং এ বিষয়ে ভারত সরকারের বিবেচনার প্রতি অনুরোধ জানান।

ভারত ও ওমান সরকার যৌথভাবে মাস্কাটে অষ্টম ইন্ডিয়ান ওশান কনফারেন্সের আয়োজন করেছে। এই সম্মেলনে অন্তত ২৭টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা যোগ দেন।

উল্লেখ্য, এর আগে গত বছরের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক অনুষ্ঠিত হয়।

এই মুহূর্তে

আরও পড়ুন