Tuesday, 14 October, 2025
14 October
HomeবিনোদনHoichoi: অ্যাডভোকেট না গোয়েন্দা? হইচইতে এসে গেল অ্যাডভোকেট অচিন্ত্য আইচ সিজন ২

Hoichoi: অ্যাডভোকেট না গোয়েন্দা? হইচইতে এসে গেল অ্যাডভোকেট অচিন্ত্য আইচ সিজন ২

সিজন টু তে আপনারা দেখতে পাবেন যে কি করে খুন ও ধর্ষণ এর দায়ে অভিযুক্ত নিরপরাধ রনজয় দুলেকে অচিন্ত্য রক্ষা করে ফাঁসির হাত থেকে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সমিক সান্যাল, কলকাতাঃ

হইচইতে এসে গেল অ্যাডভোকেট অচিন্ত্য আইচ সিজন ২। এই উইকেন্ডে আপনি দেখে নিতে পারেন হইচইয়ের এই ওয়েব সিরিজটা অ্যাডভোকেট অচিন্ত্য আইচ এর প্রথম পর্বে আমরা দেখেছিলাম যে গরু ছাগলের অ্যাডভোকেট থেকে সে কিভাবে একজন দক্ষ অ্যাডভোকেট হয়ে উঠেছিল, সিজন টু তে আপনারা দেখতে পাবেন যে কি করে খুন ও ধর্ষণ এর দায়ে অভিযুক্ত নিরপরাধ রনজয় দুলেকে অচিন্ত্য রক্ষা করে ফাঁসির হাত থেকে।

আরও পড়ুনঃ পিছু ছাড়ছে না লেপ্টোস্পাইরা! পিছু ছাড়ল না ইঁদুর জ্বর; আটকে গেলেন জামাই

১৭ বছর এর একটি মেয়ের ধর্ষণ ও খুন হবার ঘটনা দিয়ে সিরিজ টা শুরু হয়, অপরাধী কে সেটা জানতে হলে শেষ এপিসোড অবদি দেখতে হবে। টানটান চিত্রনাট্য এবং সকলের অভিনয় ভালো হওয়ার জন্য উইকেন্ডে আপনি দেখতেই পারেন এই অ্যাডভোকেট অচিন্ত্য আইচ এর নতুন পর্ব। যদি ও প্রথম এপিসোডে ফাঁসির আসামী রনজয় কে ফাঁসির হাত থেকে শেষ মুহুর্তে বাঁচানো টা অতিনাটকীয় বলে মনে হয়।

আরও পড়ুনঃ কেষ্টপুরে হাড়হিম ঘটনা! গলির ভিতরে ঢুকতেই জাপটে ধরলেন মহিলাকে

অভিনয়ের ক্ষেত্রে বলতেই হয় ঋত্বিক চক্রবর্তীর কথা, যথারীতি অচিন্ত্য  এই চরিত্রটাকে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন এবং তার সঙ্গে যোগ্য সঙ্গত করেছে তার অ্যাসিস্ট্যান্ট দেবরাজ ভট্টাচার্য। রনজয় এর চরিত্র সত্যম ভট্টাচার্য সুন্দর অভিনয় করেছেন। কি ভাবে পয়সা ও প্রতিপ্রতির জোড়ে নিরীহ রনজয় কে ফাঁসিয়ে দেয়া হচ্ছিল সেটা ও চমৎকার ভাবে দেখানো হয়েছে। অচিন্ত্য আইচ এর বিরোধী অ্যাডভোকেট নন্দিতা সিনহা এর চরিত্রে সোহিনী সেনগুপ্ত অসাধারণ অভিনয় করেছেন। ছোট্ট নূপুর এর অভিনয় ও ভালো।যদি আপনি কোর্ট রুম ড্রামা এর ভক্ত হন তা হলে সিরিজ টি দেখে নিন।

এই মুহূর্তে

আরও পড়ুন