কুশল দাশগুপ্ত; শিলিগুড়ি:
আসিয়া খান নামে এক ব্যক্তি মাটিগাড়া থানায় এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। তাই পুলিশের সন্দেহ হয়, সেনাবাহিনীর ক্যাম্পের ভিতর সে কি উদ্দেশ্যে এবং কি কারনে , দিনের পর দিন ঘোরাফেরা করছিল জিরার মুখে তাকে সে কথায় জিজ্ঞাসা করছে পুলিশ। সে জানিয়েছে এই মিলিটারি ক্যাম্পের বহু আর্মি তার কাছ থেকে ঠোটে টাকা ধার করতো। সেই টাকা আদায় করতে বাড়ে বারে এখানে এসেছিলো বলে সে মুখে জানিয়েছে।যদিও তার কথা একেবারে বিশ্বাস করেনি পুলিশ।
আরও পড়ুন: চরম পর্যায়ে দুই পক্ষের বিবাদ! তারকেশ্বর সন্তোষপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তেঘড়ি গ্রামে
বারে বারে সে কেন এই জায়গায় আসছে, কি উদ্দেশ্য তার সেটা নিয়েই দ্বন্দ্বে আছে পুলিশ। সেখানে এসে এখানে বাইরে দাঁড়িয়ে থাকতো, মোবাইলে কথা বলতে দেখা গিয়েছে তাকে, জানিয়েছেন অফিসারেরা। জঙ্গি হামলার পরে গোটা দেশ যখন স্বতন্ত্র আতঙ্কিত সেই সময় এই ধরনের ঘটনা শিলিগুড়িতে যাওয়া গুরুত্ব সহকারে দেখছেন পুলিশ অফিসারেরা। ওই আফগান যুবক আফগানি হলে অত পাঁচ বছর ধরে সে ভারতেই থাকছিল।
আরও পড়ুন: বহুগামিতাই পছন্দ; নারীদের সম্পত্তি অধিকারের বিরোধিতা করে প্রতিবাদ ঢাকায়
সেও বলতে পারছে না ঠিক কাকে কাকে সে খুঁজে টাকা ধার করেছে। আপাতত জামিনে তাকে ছেড়ে দেওয়া হলেও তাকে সন্দেহের তালিকা থেকে বাদ দিচ্ছে না পুলিশ।