Saturday, 2 August, 2025
2 August, 25
HomeকলকাতাKolkata: ‘অধিনায়ক’ বনাম ‘সর্বাধিনায়িকা’! পোস্টারের পাশেই পোস্টার

Kolkata: ‘অধিনায়ক’ বনাম ‘সর্বাধিনায়িকা’! পোস্টারের পাশেই পোস্টার

শুক্রবার রাতেই এলাকা ছেয়ে গেল নতুন একটি পোস্টারে। তাতে লেখা ‘সর্বাধিনায়িকা মমতা।’

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

অভিষেকের নামে পড়া পোস্টার নিয়ে শুক্রবার দিনভর চলেছে জল্পনা। এদিন দক্ষিণ কলকাতা জুড়ে দেখা যায় একাধিক পোস্টার, যাতে লেখা ‘অধিনায়ক অভিষেক’। শুধু তাই নয়, দক্ষিণ কলকাতার একাধিক জায়গায় উড়ছে হলুদ পতাকা, তাতেও লেখা ‘অধিনায়ক অভিষেক’। নীচে তৃণমূল সমর্থক একটি সোশ্যাল মিডিয়া গ্রুপের নাম। দিনভর এই নিয়ে চর্চা চলার পর শুক্রবার রাতেই এলাকা ছেয়ে গেল নতুন একটি পোস্টারে। তাতে লেখা ‘সর্বাধিনায়িকা মমতা।’

আরও পড়ুন: আজ চৈত্র কৃষ্ণা অষ্টমী তিথি, দিন কেমন কাটবে

শুক্রবার রাত ১০টার পর থেকে যাদবপুরের এইট বি বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় পোস্টার লাগানো শুরু হয়। যেখানে যেখানে অভিষেকের পোস্টার আছে, তার পাশেই লাগানো হয়েছে তৃণমূল সুপ্রিমোর ছবি। প্রশ্ন উঠেছে, বিতর্ক মেটাতেই কি মমতার নামে পোস্টারগুলি লাগানো হল?

শুক্রবার অভিষেকের নামে পোস্টার পড়ায় বাড়ে জল্পনা। তবে তৃণমূল বিষয়টাতে বিতর্কের কোনও কারণ দেখছে না।  আগামী ২৩ মার্চ ভোটের রণকৌশল ঠিক করতে বৈঠকে বসছে তৃণমূলের সোশ্য়াল মিডিয়া সৈনিকরা। আর তার আগেই এই পোস্টার ও পতাকা দেখা গিয়েছে। তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য জানান, ‘সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের যতগুলি সমর্থক গ্রুপ রয়েছে তার মধ্যে অন্যতম ফ্যাম (FAM)। অধিনায়ক অভিষেক ওদেরই সংগঠনেরই একটি শাখা। তাই এই পতাকা দেওয়া হয়েছে।’

আরও পড়ুন: আকাশের মন খারাপ, কখনও ভাল, পুবের আকাশে বিষাদের মেঘ 

তবে বিরোধীরা বিষয়টাকে সহজ চোখে দেখছে না। বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, “যার টাকা আছে, সে একটা করে পোস্টার দিচ্ছে। আসল কাজ না করে পোস্টারের রাজনীতি শুরু হয়ে গিয়েছে। পোস্টার না লাগিয়ে যাদবপুরে পড়াশোনার পরিবেশ ফিরিয়ে আনুক।”

এই মুহূর্তে

আরও পড়ুন