Wednesday, 30 April, 2025
30 April, 2025
HomeকলকাতাKolkata: আকাশে বিদ্যুতের ঝলকানি! ভেজা কলকাতার মাথায় ‘ঝুলে থাকল’ ছয়টি বিমান

Kolkata: আকাশে বিদ্যুতের ঝলকানি! ভেজা কলকাতার মাথায় ‘ঝুলে থাকল’ ছয়টি বিমান

বৃষ্টি নামতেই শিকেয় উঠল বিমান পরিষেবা। ঝড়-বৃষ্টির কারণে সময় পিছিয়ে গেল কলকাতা আন্তর্জাতিক বিমান বন্দরের একাধিক পূর্বনির্ধারিত বিমানের। এছাড়াও, মাঝ আকাশে ‘আটকা পড়ল’ ছয়টি বিমান।

তপ্ত গরমে ভিজিয়ে গেল বৃষ্টি। পূর্বাভাস মতোই সন্ধে থেকে কালো করে এল দক্ষিণবঙ্গের আকাশ। সেই পালে হাওয়া দিয়েই ভিজল কলকাতা, হাওড়া, হুগলি-সহ একাধিক জেলা। হল বজ্রপাতও। কিন্তু এই প্রতিকূল আবহাওয়ার কারণে আকাশেই ক্ষণিকের জন্য ‘আটকে’ গেল একাধিক বিমান।

আরও পড়ুন: বৃষ্টির ‘সার্জিক্যাল স্ট্রাইক’! ৫ ডিগ্রি কমে গেল তাপমাত্রা

শনিবার আকাশ কালো করে বৃষ্টি নামতেই শিকেয় উঠল বিমান পরিষেবা। ঝড়-বৃষ্টির কারণে সময় পিছিয়ে গেল কলকাতা আন্তর্জাতিক বিমান বন্দরের একাধিক পূর্বনির্ধারিত বিমানের। এছাড়াও, মাঝ আকাশে ‘আটকা পড়ল’ ছয়টি বিমান। বৃষ্টির কারণে নামতে পারল না মাটিতে। চক্কর খেতে হল অন্ধকারে ঢাকা আকাশজুড়েই। বিমানবন্দর সূত্রে খবর, বৃষ্টির কারণে মাঝ আকাশে ঘণ্টাখানেক পাক খেতে হয়েছে দিল্লি, গুয়াহাটি, জয়পুর, ইন্দোর ও রাঁচি থেকে আগত মোট ছয়টি বিমানকে।

আরও পড়ুন: কঠোর সিদ্ধান্ত আলিমুদ্দিনের; বংশগোপালকে বহিষ্কার করল সিপিএম

প্রসঙ্গত, শনির বৃষ্টিতে কিন্তু ভালই ভিজেছে কলকাতা। বেশ কিছু জায়গায় জমেছে জল। পড়েছে গাছ। সল্টলেকের ই ব্লকের দু নম্বর বাড়ির সামনে থাকা গাড়ির উপর ঝোড়ো হাওয়ার কারণে ভেঙে পড়েছে গাছ। তাতে খানিকের জন্য ব্য়াহত হয়েছে যান চলাচল। তবে সাময়িক ক্ষয়-ক্ষতির মাঝে স্বস্তিতে একটা বড় অংশের মানুষজন। গত কয়েক সপ্তাহ ধরে যে হাঁসফাঁস করা গরম পড়েছিল দক্ষিণবঙ্গজুড়ে। শনিবার তাতেই বৃষ্টির ঝড়াল স্বস্তির আকাশ।

এই মুহূর্তে

আরও পড়ুন