Saturday, 13 September, 2025
13 September
বাংলা কাউন্টডাউন টাইমার
বঙ্গবার্তা
HomeদেশRail Accident: আবারও ওড়িশায় ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত শালিমার-সম্বলপুর এক্সপ্রেস

Rail Accident: আবারও ওড়িশায় ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত শালিমার-সম্বলপুর এক্সপ্রেস

সম্বলপুর স্টেশনে ঢোকার আগেই ট্রেনের জেনারেল বগি লাইনচ্যুত হয়ে যায়।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

আবারও ওড়িশায় ট্রেন দুর্ঘটনা। লাইনচ্যুত শালিমার-সম্বলপুর এক্সপ্রেস। জানা গিয়েছে, সম্বলপুর স্টেশনে ঢোকার আগেই ট্রেনের জেনারেল বগি লাইনচ্যুত হয়ে যায়। বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত, তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন যাত্রীরা।

আরও পড়ুনঃ ব্যাস! আর রক্ষে নেই’, ধেয়ে আসছে কালো মেঘ; চিনা ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলায় নিঃশ্বাস ফেলছে নিম্নচাপ

সূত্রের খবর, জেনারেল কামরাটি লাইনচ্যুত হতেই সঙ্গে সঙ্গে চালক ট্রেনটিকে থামিয়ে দেন। গতি কম থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে রেল আধিকারিকরা জানিয়েছেন। আপাতত সম্বলপুর শাখায় ট্রেন পরিষেবা বিঘ্নিত হয়েছে।

জেনারেল কামরাটি লাইনচ্যুত হয়ে যেতেই যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়ায়। তবে দুর্ঘটনায় কোনও হতাহতের খবর নেই। দুর্ঘটনার পরই যাত্রীদের সুরক্ষিতভাবে ট্রেন থেকে বের করে আনা হয় এবং তাদের উদ্ধার করে সম্বলপুর স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুনঃ ম + ম = ম সমীকরণে গ্রাম দিয়ে শহর রাজ্য ঘিরছেন মমতা

ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ ও রেলের শীর্ষ আধিকারিকরা। তারা ঘটনাস্থল খতিয়ে দেখছেন। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।  আপাতত বিঘ্নিত সম্বলপুর শাখায় ট্রেন পরিষেবা।

বিস্তারিত আসছে….

এই মুহূর্তে

আরও পড়ুন