Friday, 1 August, 2025
1 August, 25
HomeখেলাBengali Poem: "বয়স"

Bengali Poem: “বয়স”

বছরের শুরু থেকে শেষ আর শেষ থেকে শুরু ঘূর্ণির ন্যায় ঘুরতে থাকে

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বয়স

 সৌমেন মুখোপাধ্যায়

বয়স একটি সংখ্যামাত্র

ঘড়ির কাঁটার মতো বহে চলে।

সমুদ্রের স্রোতের ন্যায় ক্যালেন্ডারের পাতাগুলো আসে আর যায়।

খেয়াল রাখার মতো সময় কারুর নেই।

বছরের শুরু থেকে শেষ আর শেষ থেকে শুরু ঘূর্ণির ন্যায় ঘুরতে থাকে।

পুকুরের জলে কিলবিল করা মাছের ন্যায় বিভিন্ন নিত্য- নতুন ঘটনা চলতে থাকে ।

শূণ্য থেকে শুরু আবার শূণ্যে শেষ।

মহাকাশচারীর ন্যায় ভাসমান থাকে অনেক মনের ইচ্ছা।

আপন – পর শব্দ উড়ে যায় অভিধান থেকে।

হার মানে কালের কাছে।

রহে যায় একটা সংখ্যা।

বয়স।।

আর পড়ুন: Siliguri Ashram para: আশ্রম পাড়ার অভিজিৎ মুখার্জী, মানুষের জন্য চিন্তা করে চলেছেন দিনের পর দিন

এই মুহূর্তে

আরও পড়ুন