Saturday, 2 August, 2025
2 August, 25
HomeদেশDelhi Airport: দিল্লি বিমানবন্দরে অবতরণের পাইলটের মৃত্যু

Delhi Airport: দিল্লি বিমানবন্দরে অবতরণের পাইলটের মৃত্যু

পাইলটকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি: শ্রীনগর থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমান নিরাপদে অবতরণের কিছুক্ষণ পরেই দিল্লি বিমানবন্দরে এক পাইলটের আকস্মিক মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় (৯ই এপ্রিল, ২০২৫) এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, হৃদরোগে আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গেই পাইলটকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

বিমান সংস্থার একাধিক কর্মীর সূত্রে জানা গিয়েছে, শ্রীনগর থেকে দিল্লি আসার পর বিমান অবতরণের পরই ককপিটের ভেতরে বমি করেছিলেন পাইলট আরমান।

বিমানটি দিল্লি বিমানবন্দরে অবতরণের পর আইজিআই বিমানবন্দরের এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ডিসপ্যাচ অফিসে থাকাকালীন তিনি হৃদরোগে আক্রান্ত হন। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাঁকে মৃত অবস্থায় পান।

এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের এক মুখপাত্র বলেন, “আমরা এক মূল্যবান সহকর্মীকে অসুস্থতার কারণে হারানোর গভীর শোকাহত। এই কঠিন সময়ে আমাদের সমবেদনা তাঁর পরিবারের সঙ্গে রয়েছে। আমরা এই অপূরণীয় ক্ষতি মোকাবিলায় তাঁদের সম্ভাব্য সকল প্রকার সহায়তা প্রদান করছি। এই মুহূর্তে সকলের কাছে অনুরোধ, দয়া করে তাঁদের ব্যক্তিগত জীবনকে সম্মান জানান এবং অপ্রয়োজনীয় জল্পনা এড়িয়ে চলুন। আমরা যথাযথ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করতে বদ্ধপরিকর।”

এই মুহূর্তে

আরও পড়ুন