পহেলগামে ভয়াবহ জঙ্গি হামলার পর পর্যটকদের ফেরাতে এবং পরিস্থিতি সামাল দিতে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করেছে ডিজিসিএ (ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন)। এই নির্দেশিকা মোতাবেক, বিমান সংস্থাগুলিকে বলা হয়েছে, যেন তারা শ্রীনগর থেকে দেশের বিভিন্ন শহরে বিমান সংখ্যা বাড়ায়, ক্যানসেলেশন ও রিশিডিউলিং ফি-তে ছাড় দেয় এবং কোনওভাবেই টিকিটের ভাড়া না বাড়ায়।
ডিজিসিএ (DGCA) বলেছে, ‘পহেলগামে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার পর পর্যটকদের মধ্যে পালানোর হিড়িক তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে বিমান সংস্থাগুলিকে জরুরি ভিত্তিতে অতিরিক্ত ফ্লাইট চালানোর জন্য বলা হয়েছে, যাতে পর্যটকদের দ্রুত সরিয়ে আনা যায় এবং শ্রীনগর থেকে অন্যান্য শহরের সঙ্গে সংযোগ অটুট থাকে।’
আরও পড়ুন: পহেলগাম জঙ্গি হামলা, অবশেষে ৩ হামলাকারীর স্কেচ প্রকাশ্যে
এছাড়াও, পর্যটক ও যাত্রীদের সঙ্গে সহানুভূতির সঙ্গে সহযোগিতা করার কথা বলা হয়েছে। নির্দেশিকায় আরও বলা হয়েছে, ‘বিমান সংস্থাগুলিকে অনুরোধ করা হচ্ছে, যেন তারা বিমান বাতিল করার এবং তারিখ পরিবর্তন করার অতিরিক্ত ফি না নেয় এবং যাত্রীদের এই কঠিন সময় অতিক্রম করতে সবরকম সাহায্য করে।’
জানা গেছে, সিভিল এভিয়েশন মন্ত্রী কে রামমোহন নাইডু এক জরুরি বৈঠকে সমস্ত বিমান সংস্থার প্রতিনিধিদের সঙ্গে এই নিয়ে আলোচনা করেন। বৈঠকে তিনি স্পষ্টভাবে বলেন, শ্রীনগর রুটে কোনওভাবেই টিকিটের ভাড়া বৃদ্ধি করা যাবে না। মন্ত্রী বলেন, ‘এই স্পর্শকাতর সময়ে কোনও যাত্রীর উপর অতিরিক্ত অর্থের বোঝা চাপানো চলবে না।’ একই সঙ্গে তিনি রাজ্য প্রশাসন ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ে মৃতদেহ পরিবহণেও পূর্ণ সহযোগিতার নির্দেশ দেন।
আরও পড়ুন: ইসলামিক সন্ত্রাস ভয়ংকর, কিন্তু এই হামলার জন্য কেন্দ্র সরকারের কি কোনওই দায় নেই?
তিনি জানিয়েছেন, বুধবার সকাল ৬টা থেকে দুপুর ১২টার মধ্যে বিমানবন্দর থেকে ২০টি উড়ান ছেড়েছে, যার মাধ্যমে মোট ৩,৩৩৭ জন যাত্রী গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছেন। পাশাপাশি, বিমানবন্দরে অপেক্ষা করা যাত্রীদের জন্য খাবার ও পানীয় জল বিতরণ করা হচ্ছে। তাছাড়াও, টার্মিনালের বাইরে একটি অতিরিক্ত তাঁবু খাটানো হয়েছে, যেখানে যাত্রীরা ছায়ায় অপেক্ষা করতে পারছেন।
মন্ত্রী নাইডু আরও জানান, তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গেও পরিস্থিতি নিয়ে যোগাযোগ রেখেছেন এবং সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ে ঘটনাপ্রবাহ নজরে রাখছেন।
এই ঘোষণার পরে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, প্রতিদিন দিল্লি ও মুম্বই থেকে শ্রীনগরে পাঁচটি ফ্লাইট চালায় তারা, এবার ২৩ এপ্রিল থেকে অতিরিক্ত ফ্লাইট চালানো হবে। একটি ফ্লাইট সকাল ১১:৩০-এ শ্রীনগর থেকে দিল্লির উদ্দেশে এবং অপরটি দুপুর ১২টায় মুম্বইয়ের জন্য চালানো হবে। ইন্ডিগোও জানিয়েছে, ২৩ এপ্রিল দিল্লি ও মুম্বই থেকে শ্রীনগরের জন্য দুটি অতিরিক্ত ফ্লাইটও চালু করেছে তারা। বর্তমানে ইন্ডিগোর শ্রীনগর রুটে প্রতিদিন ২০টি ফ্লাইট রয়েছে।