বেতন বাড়ল, কিন্তু কত? বেতন বৃদ্ধি ঘোষণা হতেই মুখ ভার এয়ারটেলের কর্মীদের। অধিকর্তাদের বেতন ভাল বাড়লেও, বেতন বৃদ্ধিতে কোপ পড়েছে কর্মীদের।
২০২৫ অর্থবর্ষের বার্ষিক রিপোর্ট অনুযায়ী, এয়ারটেলের কর্মীদের বেতন ৮ শতাংশ বেড়েছে। গত অর্থবর্ষে কর্মীদের বেতন ৮.৭ শতাংশ বেড়েছিল।
অন্যদিকে, এয়ারটেলের ভাইস চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর গোপাল ভিট্টলের বেতন প্রায় ৯ শতাংশ বেতন বৃদ্ধি হয়েছে। গত অর্থবর্ষে তাঁর বেতন বৃদ্ধি হয়েছিল ১০ শতাংশের বেশি। তিনি বার্ষিক ২.২ কোটি টাকা বেতন পেয়েছিলেন।
অন্যদিকে, এয়ারটেলের চেয়ারম্যান সুনীল ভারতী মিত্তল ৩২.৫ কোটি টাকার বেতন পেয়েছিলেন।তাঁর বেতনে ০.৯ শতাংশ বৃদ্ধি হয়েছিল। চিফ ফিন্যান্সিয়াল অফিসার সৌমেন রায়ের বেতন ৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৬.২ কোটি টাকা হয়েছে। গত অর্থবর্ষে তাঁর বেতন ১৩.৭ শতাংশ বৃদ্ধি হয়েছিল।
আরও পড়ুনঃ অঙ্ক কষে ধরিয়ে দিলেন E²-র ফর্মুলা! অভিষেকের আড়াই চাল
কর্মীদের জন্য এয়ারটেল মোট ৬৩০৯ কোটি টাকা খরচ করেছে, যা রাজস্বের ৩.৬ শতাংশ। এয়ারটেলের মোট কর্মীর সংখ্যা ২০ হাজার ৩১০। এছাড়া ৭৩ হাজার ৯২৯ জন চুক্তিভিত্তিক কর্মী রয়েছে।
প্রসঙ্গত, গত বছরের তুলনায় চলতি বছরে এয়ারটেলের রায় ১০.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মোট রাজস্ব আয় হয়েছে ১.৭ ট্রিলিয়ন। গত বছরে যেখানে ৮ শতাংশ আয় বৃদ্ধি হয়েছিল, তা এবার ৪০ শতাংশ বেড়েছে।