Tuesday, 14 October, 2025
14 October
Homeদক্ষিণবঙ্গBankura: সামাজিক মাধ্যমে রীতিমত হুঁশিয়ারি ঐশ্বর্য চক্রবর্তীর

Bankura: সামাজিক মাধ্যমে রীতিমত হুঁশিয়ারি ঐশ্বর্য চক্রবর্তীর

তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় ব্যপক রদবদল হয়েছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সূর্যকান্ত চৌধুরী, বাঁকুড়া:

বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে সম্প্রতি জেলার সাংগঠনিক স্তরে বড়সড় রদবদল ঘটেছে। আর সেই রদবদল হতেই প্রকাশ্যে আসছে তৃণমূলের অন্তর্কলহ। আর নতুন দায়িত্ব পেতেই সামাজিক মাধ্যমে রীতিমত হুঁশিয়ারি দিয়ে দলের একাংশকে তোলাবাজি নিয়ে সতর্ক করলেন বিষ্ণুপুর শহর যুব তৃণমূলের সভাপতি ঐশ্বর্য চক্রবর্তী। তবে তাঁর এই হুঁশিয়ারি কাকে উদ্দেশ্য করে, তা যদিও তিনি স্পষ্ট করেননি। তবে সামাজিক মাধ্যমে এই পোস্ট ছড়িয়ে পড়তেই তৈরি হয়েছে বিতর্ক।

আরও পড়ুনঃ বিমানবন্দরে ব্যাপক হইচই! প্যান্টে ঢুকে গেল ইঁদুর, পা বেয়ে উঠে সেই জায়গায় দিল মোক্ষম কামড়!

সম্প্রতি, তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় ব্যপক রদবদল হয়েছে। বহু ক্ষেত্রে পুরনো পদাধিকারীদের সরিয়ে বসানো হয়েছে নতুন মুখকে। জেলা ও ব্লক স্তরের পাশাপাশি বিষ্ণুপুর শহর সংগঠনেও রদবদল ঘটিয়েছে তৃণমূল। বিষ্ণুপুর শহরে যুব তৃণমূলের সভাপতি হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে ঐশ্বর্য চক্রবর্তীকে। দায়িত্ব পেতেই তিনি গতকাল নিজের ফেসবুকে লেখেন, ‘তোলাবাজিতে যাঁরা হাত পাকিয়েছ এবং যারা সহযোগিতা করে চলেছ তাঁদের জন্য শেষ সতর্কীকরণ। তোমাদের চুরিতে বিধায়ক ভাগ নেন না, তাই বিধায়ক তোমাদের কলঙ্কের ভাগও নেবে না।

আরও পড়ুনঃ ভয়াবহ অগ্নিকাণ্ড! প্রিন্স আনোয়ার শাহ রোডের গেস্ট হাউসে আগুন

নব দায়িত্বপ্রাপ্ত তৃণমূল যুব সভাপতি কাদের উদ্দেশ্যে এমন সতর্কবার্তা দিলেন? এ ব্যাপারে তিনি স্পষ্ট করেননি। শুধুই বলেছেন, বাজারে দলীয় পতাকা কিনতে পাওয়া যায়। কেউ সেই পতাকা নিয়ে অন্যায় করে থাকলে দল তাঁদের বিরুদ্ধে কড়া অবস্থান নেবে। বিষ্ণুপুর শহর যুব তৃণমূল কংগ্রেস সভাপতি ঐশ্বর্য চক্রবর্তী বলেন, “এটা দলের অভ্যন্তরের বিষয়। কাদের বলেছি তাঁরা বুঝে গেছে। কোনও দু’একজনের জন্য দল কলুষিত হবে, আমাদের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করা হবে, এটা হতে পারে না।”

বিজেপি অবশ্য কটাক্ষের এমন সুযোগকে হাতছাড়া করেনি। বিজেপির দাবি তৃণমূলের বিষ্ণুপুর শহর যুব সভাপতি নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে যা লিখেছেন তা আসলে দলের একাংশের প্রতি হুঁশিয়ারি নয়, বরং অন্তর্দ্বন্দ্বে জর্জরিত তৃণমূল ওই পোস্টে তোলাবাজির কথা স্বীকার করে স্বীকারোক্তি দিয়েছে।

এই মুহূর্তে

আরও পড়ুন